Print

সারাদিন

শব্দের চেয়েও দ্রুতগামী পঞ্চম প্রজন্মের ড্রোন আনলো তুরস্ক

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২৫

সারাদিন ডেস্ক

দেখতে যুদ্ধবিমানের মতো, তবে চালকবিহীন। শব্দের গতির চেয়েও দ্রুতগামী এমন এক পঞ্চম প্রজন্মের ড্রোন তৈরি করেছে তুরস্ক। বেয়কার টেকনোলোজিসের উদ্ভাবিত এই আকাশযানের নাম কিজিলেলমা, যার চতুর্থ প্রোটোটাইপের সফল পরীক্ষা সম্প্রতি সম্পন্ন হয়েছে।

তুরস্ক বরাবরই শক্তিশালী ড্রোন ভাণ্ডারের জন্য পরিচিত। নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত টিবি-২ ও আকিনঝির মতো ড্রোনগুলো ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি উচ্চক্ষমতাসম্পন্ন যুদ্ধযান— কিজিলেলমা।

বেয়কারের তথ্যমতে, এটি তুরস্কের প্রথম জেট ফুয়েলচালিত ড্রোন। এতে রয়েছে ইউক্রেনীয় প্রযুক্তির AI-322F ইঞ্জিন, যা শব্দের চেয়েও বেশি গতিতে ছুটতে পারে। মাত্র ১৪.৫ ফুট দৈর্ঘ্যের এই ড্রোনটি একটানা তিন ঘণ্টার বেশি সময় আকাশে ভেসে থাকতে পারে এবং উড়তে পারে সর্বোচ্চ ৪৫ হাজার ফুট উচ্চতায়। পে-লোড ক্ষমতা প্রায় দেড় টন।

কিজিলেলমা-তে সংযুক্ত করা যায় লেজার গাইডেড অস্ত্রসহ দুরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। যুদ্ধ পরিস্থিতি ও বিভিন্ন কমব্যাট মিশনে ব্যবহারের উপযোগী এ ড্রোন সীমান্ত এলাকাসহ গুরুত্বপূর্ণ অঞ্চলে মোতায়েনের পরিকল্পনা রয়েছে আঙ্কারার।

বর্তমানে ড্রোনটির তিনটি সংস্করণ রয়েছে, যেগুলোর কিছু শব্দের চেয়ে কম এবং কিছু বেশি গতিতে চলতে সক্ষম। বিশ্বজুড়ে ইতোমধ্যে প্রায় ৩৫টি দেশ তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করছে।

Nagad
Nagad