প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, জুন ৮, ২০২৫
সারাদিন ডেস্ক
শিরোপার লড়াই না হলেও ফ্রান্স ও জার্মানির মতো দুই ফুটবল পরাশক্তির মুখোমুখি লড়াই সবসময়ই বিশেষ আকর্ষণীয়। সেই মর্যাদার ম্যাচে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ফ্রান্স।
স্টুর্টগার্টের এমএইচপি এরেনায় রোববার অনুষ্ঠিত ম্যাচে মূল পার্থক্য গড়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে। এক গোল করেছেন নিজে, আরেকটি করিয়েছেন সতীর্থ মিকায়েল ওলিসেকে দিয়ে।
প্রথমার্ধের শেষ মিনিটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপে। দ্বিতীয়ার্ধের ৮৪তম মিনিটে জার্মান ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে যান তিনি। এককভাবে এগিয়ে গিয়ে শট না নিয়ে আলতো পাস বাড়িয়ে দেন ওলিসের পায়ে, যিনি বল জড়িয়ে দেন জালে।
ম্যাচজুড়ে এমবাপের আরও অন্তত দুইটি শট ঠেকান জার্মান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগান। ফ্রান্স নেয় ৮টি শট, যার ২টি লক্ষ্যভেদ করে। অন্যদিকে জার্মানির ৬টি শটই ব্যর্থ হয় ফ্রান্সের জমাট রক্ষণভাগ আর গোলরক্ষক মাইক ম্যাইগনানের দৃঢ়তায়।
ম্যাচে একবার জার্মানির হয়ে বল জালে জড়ান ডেনিজ উনদাভ। তবে গোলের আগে ফাউলের জন্য ভিএআর দেখে সেটি বাতিল করে দেন রেফারি।
এই জয়ে মর্যাদার লড়াই জিতে তৃতীয় হয়ে নেশনস লিগ শেষ করল দিদিয়ের দেশঁর দল। এমবাপে একাই যেন প্রমাণ করলেন, বড় ম্যাচে তিনিই সবচেয়ে বড় পার্থক্য গড়ার খেলোয়াড়।