Print

সারাদিন

‘কাঁটা লাগা’ গানের সেই আবেদনময়ী মডেল আর নেই

প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৫

সারাদিন ডেস্ক

২০০২ সালে ‘কাঁটা লাগা’ হিন্দি পপ গানে আবেদনময়ী উপস্থিতি দিয়ে যে মডেল ঝড় তুলেছিলেন, সেই শেফালি জরিওয়ালা আর নেই। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম।

মুম্বাইয়ের স্থানীয় সময় রাতেই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তার মরদেহ বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

ক্যারিয়ার ও পরিচিতি
২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানটি প্রকাশের পর শেফালি জরিওয়ালা রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। সাহসী নাচ, আত্মবিশ্বাসী উপস্থিতি ও ফ্যাশন সেন্স দিয়ে তিনি হয়ে উঠেছিলেন ভারতীয় পপ কালচারের প্রতীক। পরে ২০০৪ সালে বলিউড সিনেমা ‘মুঝসে শাদি করোগি’তে অতিথি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় তার।

তিনি কাজ করেছেন ৩৫টিরও বেশি হিন্দি মিউজিক ভিডিওতে, যা তার স্টাইল ও ক্যারিশমার সাক্ষ্য বহন করে।

২০০২ সালে প্রথম বিয়ে করেন শেফালি। কিন্তু বৈবাহিক জীবন সুখকর ছিল না। ২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে বিচ্ছেদ ঘটান। পরবর্তীতে প্রেমিক পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। দুজন মিলে ‘নাচ বালিয়ে’ সিজন ৫-এ অংশগ্রহণ করেন এবং ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

২০১৯ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-এর একজন প্রতিযোগী ছিলেন শেফালি জরিওয়ালা। ওই সময় থেকে পরাগের সঙ্গে দাম্পত্য জীবন ভালোই কাটছিল বলে জানা যায়। কিন্তু হঠাৎ করেই মৃত্যুর খবর ভক্ত-অনুরাগীদের স্তব্ধ করে দিয়েছে।

Nagad
Nagad

শেফালির আকস্মিক মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানাচ্ছেন সহকর্মীরা ও ভক্তরা। বহু সিনিয়র শিল্পী তার উজ্জ্বল উপস্থিতি ও বন্ধুসুলভ স্বভাবের কথা স্মরণ করছেন।