প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
নানান চ্যালেঞ্জ ও অনিশ্চয়তার মাঝেও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফুল গিয়ারে বা পুরোদমে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)-এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চার নম্বর গিয়ারে যেভাবে গাড়ি চালানো হয়, আমরাও সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। সরকার যখন চাইবে, তখনই যেন নির্বাচন করতে পারি—সে লক্ষ্যে কাজ করছি।’
কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিইসি। সেখানে আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ বা সময়সীমা নিয়ে আলোচনা হয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘তা হয়নি। তবে প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি তাকে জানিয়েছি, আমরা পুরোদমে প্রস্তুতি নিচ্ছি।’
নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে এম নাসির উদ্দিন বলেন, ‘আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যথাসময়ে নির্বাচন কমিশন তারিখ ও তফসিল ঘোষণা করবে।’
সরকারের মনোভাব কেমন—জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিক। তিনি চান একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক। উনার আন্তরিকতা প্রশ্নাতীত। আমরা একই ওয়েভলেন্থে কাজ করছি। প্রধান উপদেষ্টা নিরপেক্ষ, আমরাও নিরপেক্ষ। সবার সহযোগিতা পেলে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।’