Print

সারাদিন

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান খালেদা জিয়ার

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘রক্তস্নাত জুলাই-আগস্ট এক বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে। একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশের মানুষ সম্মিলিতভাবে লড়াই করে একটি নতুন পথ খুলে দিয়েছে। এখন সময়, এই আন্দোলন ও আত্মত্যাগকে ফলপ্রসূ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার।’

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ‍্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন।

তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন, গুম, খুন, গ্রেপ্তার ও একদলীয় শাসন ব্যবস্থা আমাদের গণতন্ত্রকে ধ্বংস করেছে। কিন্তু ছাত্র-জনতার সম্মিলিত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন আমাদের দায়িত্ব নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।’

বেগম খালেদা জিয়া আরও বলেন, ‘গণতান্ত্রিক ভবিষ্যতের পথে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি জানাচ্ছি গভীর শ্রদ্ধা, আহতদের প্রতি রইল সহানুভূতি। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার শিকার হওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করে তাদের বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা দিতে হবে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে গণতন্ত্রের স্থায়ী ভিত্তি গড়ে তুলতে হবে। কর্মসংস্থান সৃষ্টি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

শেষে তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন এবং কোটি মানুষের নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যেকোনো মূল্যে শহীদদের রক্ত যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে।’

Nagad
Nagad