প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। কর্মস্থলে অনুপস্থিতি ও কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। এতে স্বাক্ষর করেন বিভাগটির সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাকির হোসেন ২১ ও ২৮ জুন কর্মস্থলে উপস্থিত হননি। অথচ ১৮ জুন ২০২৫ তারিখে এনবিআরের এক আদেশে ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেদিন অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। জাকির হোসেন সে নির্দেশ অমান্য করায় সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রমে বিঘ্ন ঘটে।
এ ঘটনায় সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং আগামী ৭ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড কিংবা চট্টগ্রাম কাস্টম হাউসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।