Print

সারাদিন

আবারও পদ্মা সেতু দুর্নীতির অনুসন্ধানে দুদক

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৫

সারাদিন ডেস্ক

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলাটিকে কেন্দ্র করে আবারও অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিশেষ করে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে নতুন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে সংস্থাটি।

দুদক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ জুলাই) মামলাটির পুনরায় অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। পরামর্শক নিয়োগ প্রক্রিয়ায় কার কী ভূমিকা ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য দুদকের হাতে এসেছে। এসব তথ্য বিশ্লেষণ করে পরবর্তী আইনি সিদ্ধান্তের প্রস্তুতি চলছে।

চলতি বছরের জানুয়ারিতে মামলাটিকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয় দুদক এবং একটি উচ্চপর্যায়ের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এরপর থেকেই পরামর্শক নিয়োগ সংক্রান্ত নানা অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১২ সালে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে। পরে ওই বছরের ১৭ ডিসেম্বর বনানী থানায় মামলা করেন দুদকের উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদ। মামলায় সাতজনকে আসামি করা হয়, যার মধ্যে প্রধান আসামি ছিলেন তৎকালীন সেতু সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। তাকে গ্রেফতার ও সাময়িক বরখাস্ত করা হলেও, পরে জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় চাকরিতে ফিরে আসেন।

অন্য আসামিরা হলেন— সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. ফেরদৌস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা, এসএনসি-লাভালিনের সাবেক কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ সাহ এবং কেভিন ওয়ালেস।

Nagad
Nagad