Print

সারাদিন

ডিএসইর ভারপ্রাপ্ত এমডি আসাদুর রহমান

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২৫

সারাদিন ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আসাদুর রহমান।

ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে আসাদুর রহমানকে ডিএসই বোর্ড থেকে প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পদে পদোন্নতি দেওয়া হয়। গতকাল সোমবার (৩০ জুন) ডিএসইর পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ডিএসইর পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাই, আমাকে এ পদে দায়িত্ব পালনে মনোনীত করার জন্য। আমাকে যে দায়িত্ব দিয়েছে, এখন সেটা সঠিকভাবে ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।