Print

সারাদিন

আদালত অবমাননায় ট্রাইব্যুনালে প্রথম কারাদণ্ড পেলেন শেখ হাসিনা

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

সারাদিন ডেস্ক

আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।

এর মধ্য দিয়ে ট্রাইব্যুনালে প্রথমবারের মতো আদালত অবমাননার মামলায় একজন সাবেক প্রধানমন্ত্রীর সাজা হলো।

২০২৫ সালের ৩০ এপ্রিল শেখ হাসিনা ও শাকিল আকন্দ বুলবুলের একটি কথোপকথনের অডিও ভাইরাল হয়। সেখানে শেখ হাসিনা বলেন, ‘যারা মামলা করেছে, তাদের মারার লাইসেন্স পেয়ে গেছি।’ এ সময় তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিয়ে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়ার কথাও বলেন।

এই অডিওর সূত্র ধরেই তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে। ওইদিনই প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, অভিযুক্তরা সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ট্রাইব্যুনাল অবমাননার নোটিশ ইস্যু করে।

আদালতের নির্দেশ অনুযায়ী, ২৫ মে নির্ধারিত তারিখে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার কথা থাকলেও অভিযুক্তরা কেউই উপস্থিত হননি কিংবা কোনো ব্যাখ্যাও দেননি। এমনকি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও তাদের আদালতে হাজির হতে বলা হয়েছিল।

পরিস্থিতি বিবেচনায় আদালত রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমিনুল গনি টিটুকে নিয়োগ দেন। পাশাপাশি অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামান।

Nagad
Nagad

সবদিক বিবেচনা করে আজ আদালত রায় ঘোষণা করে।

সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা আত্মগোপনে চলে যান বলে জানা যায়। আর গণবিক্ষোভের মধ্যেই এই রায় ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।