Print

সারাদিন

চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী, বিবেচনায় ডিপি ওয়ার্ল্ড

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

সারাদিন ডেস্ক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের পরিচালনায় সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আগামী ছয় মাসের জন্য বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। দীর্ঘমেয়াদে বন্দরের অপারেশন পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়টি বিবেচনাধীন, জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সাইফ পাওয়ারটেকের মেয়াদ ৭ জুলাই শেষ হচ্ছে। এরপর বন্দর নিজেই পরিচালনা করবে, তবে কার্যক্রমে বিঘ্ন না ঘটে সে লক্ষ্যে নৌবাহিনীকে চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নৌবাহিনীর ডকইয়ার্ড বন্দরের সঙ্গে সংযুক্ত, তাদের পর্যাপ্ত সক্ষমতা ও অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে একটি চিঠির মাধ্যমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে নৌবাহিনীর চুক্তি হবে।’

ডিপি ওয়ার্ল্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা বড় বিনিয়োগ নিয়ে আগ্রহ দেখিয়েছে। তারা বর্তমানে ৮৫টি আন্তর্জাতিক বন্দর পরিচালনা করে। আলোচনা এখনো চলছে। এখনই বিস্তারিত কিছু বলার সময় আসেনি। তবে চূড়ান্ত হলে, দেশীয় স্বার্থ সুরক্ষিত রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও জানান, ‘তাদের (ডিপি ওয়ার্ল্ড) শর্ত দেওয়া হয়েছে—বাংলাদেশি কর্মীই নিতে হবে, উপমহাদেশের বাইরে থেকে নয়। প্রয়োজনে প্রশিক্ষণ দিয়ে নিতে হবে।’

উপদেষ্টা সাখাওয়াত হোসেন আশ্বস্ত করেন, ‘বন্দর পরিচালনায় যে-ই আসুক, কোনো কর্মচারীর চাকরি যাবে না। সবাই নিজ নিজ পদে থাকবেন এবং আগের মতোই কাজ করবেন।’

Nagad
Nagad

বিদেশি অপারেটর ইস্যুতে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘আগের সরকার কী করেছে সেটা দেখার দরকার নেই। আমার সুবিধা দেখেই সিদ্ধান্ত নেব। কোনো চুক্তি দেশের ক্ষতির দিকে যাবে না।’