Print

সারাদিন

জাতিসংঘের পরমাণু সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল ইরান

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

সারাদিন ডেস্ক

জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা (IAEA) থেকে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইএইএ-এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিতের অনুমোদন দিয়েছেন। এর মধ্য দিয়ে তেহরান আন্তর্জাতিক এই সংস্থার সঙ্গে বিদ্যমান সহযোগিতা চুক্তি থেকেও বেরিয়ে গেল।

বুধবার (২ জুন) ইরানের সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এ তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান পার্লামেন্টে গৃহীত একটি আইনের ভিত্তিতে এই সিদ্ধান্তে সিলমোহর দেন। গত সপ্তাহেই ইরানের পার্লামেন্ট আইএইএ’র সঙ্গে সম্পর্ক স্থগিতের পক্ষে আইন পাস করেছিল।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরান সরকারের অভিযোগ, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে ইসরায়েলি হামলার পরও IAEA কোনো নিন্দা বা প্রতিবাদ জানায়নি। এমনকি ইরানের নিরাপত্তা ইস্যুতেও সংস্থাটির পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বিশ্লেষকরা বলছেন, ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে পারমাণবিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। একইসঙ্গে পশ্চিমা বিশ্বের সঙ্গে তেহরানের কূটনৈতিক সম্পর্কেও নতুন করে জটিলতা তৈরি হতে পারে।

Nagad
Nagad