Print

সারাদিন

আসছে বিটিএস’র নতুন অ্যালবাম, ২০২৬-এ বিশ্ব সফরের ঘোষণা

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

সারাদিন ডেস্ক

বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন অ্যালবাম ও বিশ্ব সফরের ঘোষণা দিল জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। সাম্প্রতিক এক লাইভস্ট্রিমে ব্যান্ডটির সাত সদস্য একসঙ্গে জানিয়েছেন, ২০২৬ সালের বসন্তে আসছে তাদের নতুন পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম। একইসঙ্গে শুরু হবে বহু প্রতীক্ষিত বিশ্ব সফর।

ব্যান্ডটির সদস্যরা দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে ১৮ মাসের বাধ্যতামূলক সেবা শেষ করে প্রথমবারের মতো একত্রিত হয়েছেন। জুলাই থেকেই তারা নতুন গান তৈরির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।

বিটিএস সদস্যরা বলেন, ‘এই অ্যালবামটি আমাদের প্রত্যেকের অনুভূতি, অভিজ্ঞতা ও চিন্তার প্রতিফলন হবে। আমরা সেই প্রাথমিক আবেগ ও স্বপ্ন নিয়ে আবারও একসঙ্গে কাজ করছি।’

বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিবিসি জানিয়েছে, অ্যালবামের পাশাপাশি নতুন এই ট্যুরেও বিশ্বব্যাপী ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করবেন সদস্যরা।

উল্লেখ্য, ২০২২ সালে ‘পারমিশন টু ডান্স অন স্টেজ’ শিরোনামে সর্বশেষ ট্যুরে অংশ নেয় বিটিএস। আর পূর্ণাঙ্গ অ্যালবাম হিসেবে ২০২০ সালের পর এটি হতে যাচ্ছে তাদের প্রথম কাজ।

২০১৩ সালে আত্মপ্রকাশের পর থেকে বিটিএস কে-পপ জগতে বৈশ্বিক বিপ্লব ঘটিয়েছে। ২০২০ ও ২০২১ সালে তারা বিশ্বের সর্বাধিক বিক্রিত শিল্পী ছিলেন। যুক্তরাষ্ট্রের চার্টে তাদের ছয়টি অ্যালবাম ও ছয়টি গান পৌঁছেছে শীর্ষ স্থানে।

Nagad
Nagad