Print

সারাদিন

এনবিআরের তিন সদস্য ও বরিশালের কর কমিশনার বাধ্যতামূলক অবসরে

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গুরুত্বপূর্ণ চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন এনবিআরের কর বিভাগের সদস্য মো. আলমগীর হোসেন, মূসক নীতির সদস্য ড. মো. আবদুর রউফ, শুল্ক নীতির সদস্য হোসেন আহমদ এবং বরিশালের কর কমিশনার মো. শব্বির আহমদ।

বুধবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের প্রত্যেকের সরকারি চাকরিজীবনে ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাদের অবসর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী তারা অবসরজনিত সকল সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

বরিশালের কর কমিশনার মো. শব্বির আহমদের ক্ষেত্রেও একই আইন ও ধারা অনুসরণ করে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এসব প্রজ্ঞাপনে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। শুধুমাত্র ‘জনস্বার্থে’ অবসরের কথা বলা হয়েছে। তবে প্রশাসনিক বিশ্লেষকরা মনে করছেন, এনবিআরের কিছু কর্মকর্তা সংগঠন সংস্কারবিরোধী অবস্থানে ছিলেন, যা এই সিদ্ধান্তের একটি পটভূমি হতে পারে।

এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করে ওএসডি হিসেবে এনবিআরে সংযুক্ত করা হয়। এই সিদ্ধান্ত স্বাক্ষর করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

Nagad
Nagad

এইসব পদক্ষেপকে এনবিআরের চলমান সংস্কার, স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন অনেকে।