Print

সারাদিন

তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত: আলী রীয়াজ

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে দেশের সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার (২ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনা শেষে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, `আজ আলোচনায় তিনটি বিষয় ছিল—সীমানা পুনর্নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল এবং রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা। এর মধ্যে প্রথম দুটি বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সুস্পষ্ট ঐকমত্য তৈরি হয়েছে।’

তিনি জানান, নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করে নতুন সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব এসেছে। এই কমিটির গঠন ও ক্ষমতা নির্ধারণে ২০২৫ সালে সংশোধিত ‘সীমানা নির্ধারণ আইন ২০২১’ এবং সংবিধানের ১১৯ অনুচ্ছেদের (ঘ) দফায় বিধান সংযোজনের সুপারিশ করা হয়েছে।

আলী রীয়াজ আরও বলেন, ‘এই কমিটি যেন রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের প্রতিফলন ঘটায়, সে বিষয়েও মতৈক্য হয়েছে। সংশ্লিষ্ট দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের দিয়ে কমিটি পুনর্গঠন করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনঃনির্ধারণের কাজ করার প্রস্তাব এসেছে।’

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়ে একমত। গঠন, কাঠামো, মেয়াদ ও প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি নিয়ে আলোচনায় রাজনৈতিক দলগুলো অনেক কাছাকাছি এসেছে।’

Nagad
Nagad

এ বিষয়ে দুইটি সুপারিশ রয়েছে—সংবিধান সংস্কার কমিশন ৯০ দিনের মেয়াদ এবং নির্বাচন কমিশন ১২০ দিনের মেয়াদ প্রস্তাব করেছে।

আলী রীয়াজ আশা প্রকাশ করেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সহযোগিতা থাকলে চলতি জুলাই মাসেই একটি ‘জুলাই সনদ’ তৈরি করা সম্ভব হবে।’