প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫
সারাদিন ডেস্ক
জুলাই বিপ্লবে সক্রিয়ভাবে অংশ নেওয়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, ‘বিপ্লবের দিন যারা রাজপথে ছিল না, তারা কখনোই জনগণের ভেতরের আনন্দ ও অনুভূতির ভাষা বুঝতে পারবে না।’
বুধবার (২ জুলাই) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বাঁধন লেখেন, ‘যারা জুলাই বিপ্লবকে ভুল মনে করে, তাদের জন্য আমার দুঃখ হয়। তখন সেটাই ছিল জেগে ওঠার সঠিক সময়। বিচারহীনতা মানুষের মানবিকতাকে ভেঙে দিচ্ছিল। আর একটা কথা—কোনো সরকার রাতারাতি ফ্যাসিবাদী হয়ে ওঠে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অধিকার কেড়ে নিতে নিতে তারা ফ্যাসিবাদে রূপ নেয়। তখন আর বিকল্প কিছু ছিল না।’
তিনি আরও লেখেন, ‘বিপ্লবের দিন যারা রাস্তায় ছিল না, তারা জনগণের অন্তরের ভাষা কখনোই বুঝবে না। আমি সেই জয়ের আনন্দ হৃদয়ের প্রতিটি স্পন্দনে অনুভব করেছিলাম। রাস্তায় দাঁড়িয়ে এমন স্বাধীনতা ও শক্তির অনুভব জীবনে একবারই হয়েছিল।’
বিপ্লব-পরবর্তী বাস্তবতা নিয়ে বাঁধনের স্বীকারোক্তি, ‘হ্যাঁ, বিপ্লবের পরে অনেক কিছু ঘটেছে—সবকিছু সুখকর ছিল না। তবে একটা জিনিস পরিষ্কার, সময়ের দাবিতে জুলাই বিপ্লব ছিল সঠিক পদক্ষেপ।’
সম্প্রতি সামাজিক নানা ইস্যু, বিশেষ করে নারী নির্যাতন ও ধর্ষণ প্রসঙ্গে সোচ্চার হয়েছেন বাঁধন। কুমিল্লার মুরাদনগরে এক নারীর ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় তিনি লিখেছিলেন, ‘এই দেশে কি আমি নিরাপদ? উত্তরটা সহজ নয়। এখানে টিকে থাকার জন্য আমরা জাস্ট ‘জী’ করি। মানিয়ে নেই, সহ্য করি।’
এর আগেও বিভিন্ন মানবাধিকার ইস্যুতে প্রকাশ্যে কথা বলে প্রশংসা ও সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী বাঁধন। তবুও নির্যাতনের বিরুদ্ধে তাঁর অবস্থান স্পষ্ট।