Print

সারাদিন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪১৬ জন

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

সারাদিন ডেস্ক

দেশজুড়ে আবারও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১৬ জন, আর মৃত্যু হয়েছে একজনের।

বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)—১৬৫ জন।

চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ২৩ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৬৫ জন, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৮ জন, ময়মনসিংহ বিভাগ: ১০ জন, রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫১ জন।

২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩,২১,১৭৯ জন। ২০২৪ সালে মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫ জন, এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১,০১,২১৪ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়তে পারে। সাধারণ জনগণকে ব্যক্তিগত সচেতনতা, মশার বিস্তার রোধে পরিবেশ পরিষ্কার রাখা এবং জরুরি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Nagad
Nagad