প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২৫
যশোর সংবাদদাতা:
যশোরের কেশবপুরে ছাত্র-জনতার তাড়া খেয়ে ডোবায় ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম। তবে শেষ রক্ষা হয়নি—পরে তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়।
বুধবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে কেশবপুর পৌর শহরের ভবানীপুর এলাকায় এই নাটকীয় ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই রফিকুল ইসলাম আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ছাত্র-জনতা বুধবার তার ভবানীপুর মোড়লপাড়ার বাড়ি ঘিরে ফেলেন। বিষয়টি আঁচ করতে পেরে রফিকুল প্রতিবেশী আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন।
তবে সেখান থেকেও রক্ষা না পেয়ে একটি ডোবায় ঝাঁপিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে ডোবা থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।
কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘সাবেক মেয়রের বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাকে একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে কেশবপুরে ‘জামাল বাহিনী’ নামে একটি ত্রাস সৃষ্টিকারী বাহিনী সক্রিয় ছিল, যেটির নেতৃত্ব দিতেন রফিকুল ইসলাম।
সরকার পতনের পর রাজনৈতিক পালাবদলের বাস্তবতায় জনগণের বিক্ষোভ ও প্রতিশোধস্পৃহার ছবি ফুটে উঠেছে এই ঘটনাতেই। স্থানীয়রা বলছেন, ‘জনগণের ভয়ে একজন সাবেক মেয়র ডোবায় ঝাঁপ দিচ্ছেন—এটাই বলে দেয়, মানুষ কতটা ক্ষুব্ধ ছিল তার কর্মকাণ্ডে।’