প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ঘোষিত এক মিনিটের প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি বাতিল করেছে আয়োজক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
ফারুকী লিখেছেন, ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি কর্মসূচি নিয়ে আমাদের শুরু থেকেই কিছুটা দ্বিধা ছিল। ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ নিয়ে দলীয়ভাবে একাধিকবার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। অনেকেই মনে করছিলেন, এটি তেমন ভালো ধারণা নয়।’
তিনি জানান, ‘নানা আলোচনা ও মতামতের পর আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি—এই কর্মসূচি বাতিল করা হয়েছে। সংশোধিত পরিকল্পনা অনুযায়ী বাকি সব কর্মসূচি অপরিবর্তিত থাকবে।’
২০২৪ সালের ১৮ জুলাই রাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার আকস্মিকভাবে সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। সেই ঘটনার স্মরণে ২০২৫ সালের পুনর্জাগরণ অনুষ্ঠানে এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউটের কর্মসূচি রাখা হয়েছিল। প্রতীকী প্রতিবাদ হিসেবে এটি পালন করার কথা ছিল।
তবে শুরু থেকেই এই কর্মসূচি নিয়ে নানা বিতর্ক ও মতবিরোধ দেখা দেয়। অনেকেই বলছিলেন, ডিজিটাল যুগে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা—এমনকি প্রতীকীভাবে—এক ধরনের নেতিবাচক বার্তা দিতে পারে।
পোস্টের শেষাংশে ফারুকী লেখেন,লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার। তিনি সকলের মতামতকে শ্রদ্ধা জানিয়ে সবাইকে একসাথে পথচলার বার্তাও দেন।