Print

সারাদিন

মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা, গুরুতর আহত ১

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

কুমিল্লা সংবাদদাতা:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), ছেলে রাসেল মিয়া (২৮) এবং মেয়ে জোনাকি আক্তার (২২)।

এ ঘটনায় নিহতদের পরিবারের আরও একজন সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খান।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে পরিবারের তিনজনকে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।

পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি পিটিয়ে হত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যদি নিহতরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকেও থাকেন, তাহলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। আমরা হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

Nagad
Nagad

স্থানীয়দের কেউ কেউ নিহতদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ, পারিবারিক বিরোধ ও অন্যান্য সম্ভাব্য কারণ যাচাই করছে।