প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
নারী ও শিশু নির্যাতনের ঘটনা বর্তমানে দেশে মহামারির রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি জানান, চলতি বছরের জুন মাসের প্রথম ১০ দিনেই ধর্ষণের ২৪টি ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনে রাজনৈতিক প্রভাব, মাদকাসক্তি ও পর্নোগ্রাফির প্রসারকে দায়ী করেন তিনি।
বৃহস্পতিবার (৩ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন শারমীন মুরশিদ।
তিনি বলেন, ‘নারী ও শিশু নির্যাতন বন্ধে সরকার নতুন আইন প্রণয়নের চিন্তা করছে। বিশেষ করে মাদ্রাসাগুলোতে যেসব শিশু যৌন নিপীড়নের শিকার হয়, সেগুলোকে আর চোখের আড়ালে রাখা হবে না।’
এ সময় তিনি জানান, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা রোধে সারাবছর ধরে প্রতিরোধ গড়ে তোলার জন্য একটি কুইক রেসপন্স টিম গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের যেকোনো প্রান্তে নির্যাতনের ঘটনা ঘটলে ২৪ ঘণ্টার মধ্যে ওই টিম সেখানে পৌঁছে ব্যবস্থা নেবে।
সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের তিন সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় ইউএনওকে প্রধান করে ওই এলাকায় একটি কুইক রেসপন্স টিম কাজ শুরু করেছে বলেও জানান উপদেষ্টা।
নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘এ পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের ২ লাখ ৮১ হাজার ৪৪৫টি অভিযোগ জমা হয়েছে। তবে সব অভিযোগ সমাধান করা সম্ভব নয়।’
তিনি যোগ করেন, তাৎক্ষণিক ও জনগুরুত্বপূর্ণ অভিযোগগুলোর দ্রুত নিষ্পত্তি হচ্ছে এবং শতাধিক নারীকে কাউন্সেলিং ও আইনি সহায়তার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরত আনা সম্ভব হয়েছে।