Print

সারাদিন

শিকাগোতে নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত ৪, আহত ১৪

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

সারাদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের রিভার নর্থ এলাকায় এক নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ৪ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বুধবার (২ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

পুলিশ জানায়, ঘটনার সময় একজন র‍্যাপার শিল্পীর অ্যালবাম রিলিজ পার্টি চলছিল ক্লাবটির পাশে অবস্থিত এক রেস্তোরাঁ ও লাউঞ্জে। তখনই এক বন্দুকধারী ভিড় লক্ষ্য করে গুলি চালায় এবং পরে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

পুলিশের দেওয়া প্রাথমিক তথ্যমতে, গুলিবিদ্ধ ১৮ জনের মধ্যে ১৩ জন নারী এবং ৫ জন পুরুষ। তাঁদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে। নিহতদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন।

এ ঘটনায় কেউ এখনও গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে শিকাগো পুলিশ। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী দল।

নিহত দুই নারীসহ ৯ জনকে নর্থওয়েস্টার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, নিহত দুই পুরুষসহ ৫ জনকে জন এইচ. স্ট্রোগার হাসপাতালে ভর্তি করা হয়।

Nagad
Nagad

পুলিশ জানিয়েছে, এই হামলার পেছনে কোনো গ্যাং সংযোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।