Print

সারাদিন

প্রকাশ পেল জুলাইয়ের চতুর্থ পোস্টার ‘পরাধীনতার দিনগুলি’

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২৫

সারাদিন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ (৪ জুলাই) প্রকাশ করা হয়েছে জুলাইয়ের চতুর্থ পোস্টার। এই পোস্টারের নাম দেওয়া হয়েছে ‘পরাধীনতার দিনগুলি’। 

পোস্টারটি প্রকাশ করে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, জুলাই ২০২৪ এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে দশটি পোস্টার এঁকেছেন। এই দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল।  প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে। আজকে জুলাইয়ের চতুর্থ পোস্টারটি প্রকাশ করা হলো।

এর আগে, গত ১ জুলাই প্রকাশ করা হয়েছিল জুলাইয়ের প্রথম পোস্টারটি, যার শিরোনাম ছিল—‘রাষ্ট্রীয় মদদে গুম’। পরদিন ২ জুলাই প্রকাশ করা হয় জুলাইয়ের দ্বিতীয় পোস্টারটি, যার শিরোনাম ছিল—‘বিডিআর ম্যাসাকার’। আর গতকাল (৩ জুলাই) প্রকাশ করা হয় জুলাইয়ের তৃতীয় পোস্টার, যার শিরোনাম ছিল—‘শাপলা ম্যাসাকার’।

জুলাই স্মৃতি উদযাপনের অংশ হিসেবে গতকালের মতো আজও মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হবে। এছাড়া জুলাই ক্যালেন্ডার দেওয়ার পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে গণ-স্বাক্ষর কর্মসূচিও চলবে। আগামী ১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে এ কার্যক্রম। 

আগামী ৫ আগস্ট পর্যন্ত মাঝেমধ্যে বিরতি দিয়ে পালন করা হবে বিভিন্ন কর্মসূচি। যেমন ১ জুলাইয়ের পর ৫ জুলাই, এরপর ৭ জুলাই ও ১৪ জুলাই অনুষ্ঠানমালা আছে। 

আগামী ৫ আগস্ট ৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং, ৩৬ জেলার কেন্দ্রে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো, গানের অনুষ্ঠান, ‘৩৬ ডেইজ অভ জুলাই’সহ জুলাইয়ের অন্যান্য ডকুমেন্টারি প্রদর্শন, ড্রোন শোর আয়োজন করা হয়েছে।

Nagad
Nagad