Print

সারাদিন

ট্রাম্পের আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ কংগ্রেসে পাস

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৫

সারাদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ অবশেষে মার্কিন কংগ্রেসে পাস হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিলটি ২১৮-২১৪ ভোটে পাস হয়।

বিলটি পাস হওয়ার পর তাতে স্বাক্ষর করেন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। এখন প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে।

বিলটি এর আগে সিনেটেও মাত্র এক ভোটের ব্যবধানে পাস হয়। গত মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে ৫১-৫০ ব্যবধানে বিলটি পাস হয়। পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ‘টাই ভেঙে’ পক্ষে ভোট দেন।

তবে এটি কেবল ডেমোক্র্যাট নয়, রিপাবলিকানদের মধ্যেও বিরোধিতা তৈরি করেছিল। বিলটির বিপক্ষে ডেমোক্র্যাট দলের ৪৭ জন সদস্যের সঙ্গে ৩ জন রিপাবলিকানও ভোট দেন।

কী আছে ‘বিগ বিউটিফুল বিল’-এ?
এই বিলের মূল ফোকাস কর হ্রাস, সামরিক বাজেট বৃদ্ধি, অভিবাসন নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ কমানো। বিশেষ করে স্বাস্থ্যসেবা ও খাদ্যসহায়তার মতো কল্যাণমূলক খাতে বড় অংকের কাটছাঁট প্রস্তাব করা হয়েছে।

কম আয়ের নাগরিকদের জন্য ‘মেডিকেইড’ কর্মসূচি ও ফুড স্ট্যাম্প সহায়তায় প্রায় ৯৩০ বিলিয়ন ডলার বাজেট কমানো হবে।সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে বাড়তি বাজেট বরাদ্দ রাখা হয়েছে। অভিবাসন নিয়ন্ত্রণ কার্যক্রমে বড় আকারে ব্যয় বাড়ানো হবে।বিশ্লেষকরা বলছেন, এই বিল বাস্তবায়িত হলে লাখ লাখ আমেরিকান স্বাস্থ্যবিমা ও খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হতে পারেন।

Nagad
Nagad

ট্রাম্পের প্রতিক্রিয়া
বিলটি পাস হওয়ায় আনন্দ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘এটি আমেরিকার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমি আমার দলের সাহসী নেতাদের ধন্যবাদ জানাই।’ তিনি একে ‘জনগণের জন্য বিজয়’ বলেও উল্লেখ করেন।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের ২০১৭ সালের কর ছাড় নীতিরই পরবর্তী ধাপ হিসেবে এই বিলটি বিবেচিত হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে এটি তার দলের জন্য বড় ধরনের রাজনৈতিক জয় হিসেবেও দেখছেন অনেকে।