Print

সারাদিন

অপরাধমূলক কাজের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: রিজভী

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৫

সারাদিন ডেস্ক

অপরাধ ও অনৈতিক কাজের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দলের কেউ যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত না হয়, সেজন্যই দলীয়ভাবে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, “অপরাধমূলক ও অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার—জিরো টলারেন্স।”

শুক্রবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, বর্তমান সরকার গণতন্ত্রকে কবরস্থ করেছে। তিনি বলেন, ‘শেখ হাসিনা যে গণতন্ত্রকে হত্যা করেছেন, বিএনপি তা পুনরুজ্জীবিত করতে টানা ১৬ বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নির্যাতন-নিপীড়নের মুখেও বিএনপির সংগ্রাম থেমে থাকেনি।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র যখনই ধ্বংসের মুখে পড়েছে, তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তা রক্ষায় সাহসী ভূমিকা পালন করেছেন। গণতন্ত্রে পরমত সহিষ্ণুতা একটি মৌলিক সৌন্দর্য—এটি আমরা বিশ্বাস করি।’

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে রিজভী বলেন, ‘সুষ্ঠু নির্বাচন দিলেই জনগণ বুঝতে পারবে বিএনপির জনপ্রিয়তা কোথায় দাঁড়িয়ে আছে।’ তিনি দ্রুত সময়ের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের দাবিও জানান।

Nagad
Nagad