প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫
সারাদিন ডেস্ক
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শামসুল হুদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভগ্নিপতি আশফাক কাদেরী। তিনি জানান, সকাল ৯টায় গুলশানের বাসায় তিনি মারা যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আশফাক কাদেরী আরও জানান, এক মাস আগে ঘরে পড়ে গিয়ে আহত হন শামসুল হুদা। সেই ঘটনার পর থেকে তার চিকিৎসা চলছিল।
এটিএম শামসুল হুদা ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে অনুষ্ঠিত হয় ২০০৮ সালের জাতীয় নির্বাচন, যা সবার কাছে অবাধ ও সুষ্ঠু হিসেবে পরিচিত। দেশের নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই গুণী প্রশাসকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহল।