প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫
সারাদিন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব ব্যক্তি দণ্ডিত হবেন, তারা ভবিষ্যতে কোনো জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শনিবার (৫ জুলাই) ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্তদের নির্বাচন করা সংবিধান ও আইনের পরিপন্থী। কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে তারা এই অপরাধ থেকে মুক্তি পেতে পারেন না।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের কেউ যদি মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকে, তাহলে আইনের আওতায় আনা সম্ভব। রাজনৈতিক মতভেদ থাকলেও এ বিষয়ে সব দল ঐক্যবদ্ধভাবে কথা বলছে। আইন সবার জন্য সমান।’
সম্প্রতি আলোচিত ‘মব ভায়োলেন্স’ ইস্যু প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা বিচার বিভাগের ওপর অনাস্থা নয় বরং গত ১৭ বছরের ক্রোধের বহিঃপ্রকাশ। তবে এই ধরনের প্রতিক্রিয়া সমীচীন নয়। আইনি প্রক্রিয়ায় সমাধান খোঁজাই সঠিক পথ।’
জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, ‘আবু সাইদ কিংবা জুলাইয়ের শহীদরা কোনো রাজনৈতিক দলের লোক ছিলেন না। তাঁরা স্বৈরাচারবিরোধী নাগরিক হিসেবে রাস্তায় নেমেছিলেন। তাই জুলাই বিপ্লব শুধুমাত্র রাজনৈতিক বিষয় নয়, এটি বাংলাদেশের সুশাসন ও ন্যায়বিচারের প্রতীক।’
তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের চেতনা হচ্ছে—প্রশাসনের জবাবদিহি, আইনের শাসন এবং গণতন্ত্রের চর্চা। এই আদর্শ বাস্তবায়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’