Print

সারাদিন

আজ পবিত্র আশুরা: কারবালার শোকাবহ স্মৃতিতে বিশ্ব মুসলিম

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৫

সারাদিন ডেস্ক

আজ ১০ মহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য দিনটি গভীর শোক ও ত্যাগের প্রতীক। ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতের দিন হিসেবে দিনটি মুসলিম বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই দিনে ৬১ হিজরিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র, হজরত আলী (রা.) ও হজরত ফাতেমা (রা.)-এর পুত্র ইমাম হোসেন (রা.) ও তার ৭২ জন সঙ্গী অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে শাহাদাত বরণ করেন। ইতিহাসের সেই করুণ ও হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করেই আশুরা মুসলিম উম্মার জন্য আত্মত্যাগ, সত্য, ন্যায় ও প্রতিবাদের প্রতীক হয়ে রয়েছে।

খলিফা হজরত মুয়াবিয়া (রা.)-এর মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করলে ইমাম হোসেন (রা.) তার প্রতি বায়াত দিতে অস্বীকৃতি জানান। এই অবস্থানের কারণে ইমাম হোসেন (রা.) পরিবারসহ মদিনা ত্যাগ করে কুফার পথে রওনা হন। পথিমধ্যে কারবালায় তাঁবু গাড়েন। সেখানে ইয়াজিদের সেনাবাহিনী তাঁকে আত্মসমর্পণে বাধ্য করতে পানি সরবরাহ বন্ধ করে দেয়। চরম তৃষ্ণা, নিপীড়ন ও অবরোধের মধ্যেও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি।

১০ মহররমের দিনে অসম যুদ্ধের মাধ্যমে শহীদ হন ইমাম হোসেন (রা.) ও তার অনুসারীরা। তাঁর মৃত্যু মানবতার ইতিহাসে এক অনন্য প্রতিবাদের দৃষ্টান্ত হয়ে রয়েছে।

ইসলাম ধর্ম মতে, আশুরার দিনেই পৃথিবী সৃষ্টি হয়েছে এবং এই দিনেই কেয়ামত সংঘটিত হবে। নবী করিম (সা.) আশুরার দিনে রোজা পালন করতেন এবং উম্মতদেরও তা পালন করতে উৎসাহ দিতেন।

বাংলাদেশসহ বিশ্বজুড়ে আজ শোক ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন করছেন মুসলমানরা। শিয়া সম্প্রদায় ইমাম হোসেন (রা.)-এর স্মরণে তাজিয়া মিছিল, মাতম ও বিশেষ আয়োজন করে থাকেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তার মধ্য দিয়ে তাজিয়া মিছিল ও শোক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

Nagad
Nagad

আশুরা উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “কারবালার আত্মত্যাগ ও ন্যায়ের সংগ্রাম মানবজাতিকে সাহস ও প্রেরণা জোগায়। আশুরার শিক্ষা হলো—জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করা।”

তিনি সমাজে ন্যায়বিচার, সাম্য, শান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও অগ্রগতি কামনা করেন।

প্রসঙ্গত, আশুরা উপলক্ষে সরকার ও বিভিন্ন ধর্মীয় সংগঠন দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।