প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫
সারাদিন ডেস্ক
বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন কোনো ধরনের জঙ্গিবাদ নেই। এটা গণমাধ্যমসহ সবার সহযোগিতায় নির্মূল করা সম্ভব হয়েছে।’
রোববার (৬ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সম্প্রতি মালয়েশিয়া থেকে কয়েকজন বাংলাদেশিকে ‘জঙ্গি সন্দেহে’ ফেরত পাঠানো হয়েছে—এমন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মালয়েশিয়া থেকে যাদের ফেরত পাঠানো হয়েছে, তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছিল। পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে, পাঁচজনের কেউ আসেননি। সরকারি পর্যায়ে মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে জানিয়েছে, দেশে কোনো জঙ্গির অবস্থান নেই। আমাদের কাছে যেসব তথ্য এসেছে, তাতে দেখা যায়—মালয়েশিয়ায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বাংলাদেশের কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়নি।’
মালয়েশিয়ার আইজিপির বক্তব্য সম্পর্কে তিনি বলেন, ‘সেখানে আইজিপি কী বলেছেন, তা আমার জানা নেই। আমরা সরকারি চ্যানেলে কোনো অফিসিয়াল বার্তা পাইনি। তবে একটি প্রেস বিজ্ঞপ্তি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে।’
জঙ্গিবাদ ইস্যুতে বিদেশি রাষ্ট্র বা সংস্থার পক্ষ থেকে ‘তকমা’ দেওয়ার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে।’
এদিন তিনি বিমানবন্দরের রপ্তানি কার্যক্রম পরিদর্শন করেন এবং বলেন, ‘কৃষিপণ্য রপ্তানি বাড়াতে কোল্ড স্টোরেজ বড় করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। নতুন এক্সপোর্ট টার্মিনালে স্ক্যানিংয়ের পর মালামাল সরাসরি কোল্ড স্টোরেজে রাখা যাবে, যাতে কোনো পণ্য নষ্ট না হয়।’
তিনি আরও জানান, ‘পণ্য রপ্তানি বাড়াতে কী ধরনের সুবিধা দেওয়া যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। এনবিআরের কিছু জটিলতায় সাম্প্রতিক সময়ে রপ্তানিতে সমস্যা হয়েছিল, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে।’