Print

সারাদিন

ইসরায়েলের হামলায় ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ

প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৫

সারাদিন ডেস্ক

ইসরায়েলি যুদ্ধবিমান ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলীয় তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। সোমবার (৭ জুলাই) ভোরে হোদেইদাহ, রাস ইসা এবং সাইফ বন্দরে এই হামলা হয়। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট দিয়ে হামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনটি বন্দর ছাড়াও হামলার লক্ষ্য ছিল রাস কান্টিব বিদ্যুৎকেন্দ্র এবং একটি বাণিজ্যিক জাহাজ, ‘গ্যালাক্সি লিডার’, যেটি ২০২৩ সালের নভেম্বরে হুতিরা জব্দ করেছিল।

‘অপারেশন ব্যাক ফ্যাং’ নামে পরিচালিত এই অভিযানের উদ্দেশ্য ছিল হুতিদের সামরিক সক্ষমতায় আঘাত হানা। প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, ‘যে-ই ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, তার সেই হাত কেটে ফেলা হবে।’ তিনি আরও বলেন, ইয়েমেন এবং তেহরান একই পরিণতির শিকার হবে।

হামলার আগে ইয়েমেনি নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে সতর্কবার্তা দেওয়া হয়। হুতি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম হামলার কথা স্বীকার করলেও হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়, তারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কিছু ইসরায়েলি যুদ্ধবিমান প্রতিহত করেছে।

হোদেইদাহ বন্দরটি ইয়েমেনের লাখ লাখ মানুষের জন্য খাদ্য ও ত্রাণ সহায়তার প্রধান প্রবেশপথ। সেখানে হামলার ফলে দেশটিতে চলমান মানবিক সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাস কান্টিব বিদ্যুৎকেন্দ্রের আঘাতে ইব ও তাইজ শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে।

গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে হুতি যোদ্ধারা ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। এসব ঘটনার প্রতিক্রিয়া হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। খবর বিবিসির।

Nagad
Nagad