Print

সারাদিন

অস্ত্র মামলায় ফের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৫

সারাদিন ডেস্ক

রাজধানীর বনানী থানায় দায়ের করা অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা সাবেক মন্ত্রীর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আনিসুল হকের পক্ষ থেকে রিমান্ড বাতিল ও জামিন আবেদন করা হলেও বিচারক জামিন নামঞ্জুর করেন।

নথি অনুযায়ী, বনানী থানায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আনিসুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এর আগে, ২০২৪ সালের ১৩ আগস্ট, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করার দাবি করে পুলিশ।

আনিসুল হক ২০১৪ সালের জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া ও কসবা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। টানা কয়েক মেয়াদ ধরে তিনি ওই পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

Nagad
Nagad