প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫
সারাদিন ডেস্ক
‘আমাদের কোনো অধিকার ছিল না, আমরা প্রজায় পরিণত হয়েছিলাম। সেই জায়গা থেকে ছাত্ররা জুলাইয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে’ — এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।
সোমবার (৭ জুলাই) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশের বাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য অল্প সময়ের জন্য আমাদের হাতে দায়িত্ব এসেছে। জনগণ যাদের নির্বাচিত করবে, আমরা এবং তারা মিলে জনগণের প্রত্যাশা পূরণ করব। এমন শিক্ষা ব্যবস্থা চাই, যা মানুষকে দক্ষ, নৈতিক ও মানবিক করে গড়ে তুলবে। সেই শিক্ষার সূচনা যেন আমরা করে যেতে পারি।’
জুলাই মাসকে ‘গর্বের মাস’ উল্লেখ করে সি আর আবরার বলেন, ‘প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান যেন জুলাইয়ে শহীদদের স্মরণে কর্মসূচি পালন করে। আন্দোলনে সম্পৃক্তদের ধন্যবাদ জানাতে হবে, আহতদের পাশে দাঁড়াতে হবে। পঙ্গু হয়ে যাওয়া শিক্ষার্থীদের পরিবারকেও সহায়তা করা আমাদের দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘আমাদের মাঝে এখনো কারিগরি শিক্ষার বিষয়ে অনীহা রয়েছে। অথচ চাকরির সুযোগ সীমিত হয়ে আসছে, সেই জায়গায় কারিগরি শিক্ষার চাহিদা দেশে ও বিদেশে বাড়ছে। অভিভাবকদেরও বিষয়টি বুঝতে হবে।’
শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমাদের এমন কারিগরি শিক্ষা চালু করতে হবে, যার চাহিদা দেশীয় ও আন্তর্জাতিক বাজারে রয়েছে। সরকারকে এ বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে।’