Print

সারাদিন

মিরপুরে বাসায় ঢুকে চাঁদা দাবি, আ’লীগের ফ্যাসিস্ট বলে আদায় ৫ লাখ

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৫

সারাদিন ডেস্ক

রাজধানীর মিরপুরের পশ্চিম মনিপুরে একটি বাসায় হামলা চালিয়ে চাঁদা দাবি করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বাসিন্দাদের জিম্মি করে নিজেদের আওয়ামী লীগের অনুসারী পরিচয় দিয়ে ‘ফ্যাসিস্ট’ অভিযোগ তুলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। পরে নানা উপায়ে আদায় করে পাঁচ লাখ টাকা।

গ্রেপ্তাররা হলেন—আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মো. মিন্টু মিয়া (৩৫), মো. রতন মিয়া (৩৪) ও মো. ইসমাইল হোসেন (২৪)।

সোমবার (৭ জুলাই) ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার রাত ১০টার দিকে আট-দশজনের একটি দল মিরপুরের প্রতীক ভিলা নামক একটি বাসায় ঢুকে ভেতরের বাসিন্দাদের জিম্মি করে। এ সময় তারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে ২০ লাখ টাকা দাবি করে।

রাত ৩টার দিকে পুলিশ ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। সেখান থেকে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদার আদায়কৃত ১৬ হাজার টাকা এবং ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। পলাতকদের গ্রেপ্তার অভিযান চলছে।

Nagad
Nagad