Print

সারাদিন

জিএম কাদেরের সিদ্ধান্ত বেআইনি, স্বপদে বহালের দাবি আনিসুল ইসলাম মাহমুদের

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ দলের চেয়ারম্যান জিএম কাদেরের সিদ্ধান্তকে বেআইনি ও স্বৈরাচারী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমরা সবাই প্রতিষ্ঠাতা সদস্য। আমাদের বহিষ্কার বেআইনি। আমরা এখনো স্বপদে বহাল আছি।’

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর গুলশানে জাতীয় পার্টি থেকে সাম্প্রতিক সময়ে বহিষ্কৃত নেতারা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে দলের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন একাধিক সিনিয়র নেতা।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘জিএম কাদের রাতে অন্ধকারে চেয়ারম্যান হয়েছিলেন। তিনি এরশাদ সাহেবের অসুস্থতার সুযোগ নিয়েছিলেন। গণতান্ত্রিক কোনো দলের কেউ এভাবে রাতে ক্ষমতা গ্রহণ করে না। আমরা কাউন্সিল চাই, সম্মেলনের মাধ্যমেই নেতৃত্বের পরিবর্তন হোক।’

তিনি আরও বলেন, ‘চেয়ারম্যানের প্রতিটি সিদ্ধান্ত স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন। কোনো দলের মধ্যে একনায়কতন্ত্র চলতে পারে না। সম্মেলনের মাধ্যমে দলের নেতৃত্ব নির্ধারণ করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দল থেকে অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নু, এ বি এম রুহুল আমিন হাওলাদার, সাবেক মন্ত্রী কাজী ফিরুজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।

এই সম্মেলনের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে, জাতীয় পার্টির ভেতরে নেতৃত্ব সংকট ও বিভাজন আরও গভীর হচ্ছে।

Nagad
Nagad