Print

সারাদিন

শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হার, সিরিজ হাতছাড়া বাংলাদেশের

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৫

সারাদিন ডেস্ক

তানজিদ, হৃদয়দের ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে বড় ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। পাল্লেকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৮৬ রানে গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। ৯৯ রানের পরাজয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে স্বাগতিক শ্রীলঙ্কা।

ম্যাচের টস ছিল গুরুত্বপূর্ণ—আর সেটি জিতে ব্যাটিংয়ে নেন লঙ্কান অধিনায়ক চারিথ আশালঙ্কা। শুরুটা ভালো না হলেও তিনে নামা কুশল মেন্ডিস ও পাঁচে নামা আশালঙ্কা জুটি গড়ে দলকে টেনে তোলেন। কুশল ১১৪ বলে ১৮ চারসহ ১২৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন। আশালঙ্কার ব্যাট থেকে আসে ৬৮ বলে ৫৮ রান। শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার ১৪ বলে ১৮ রানে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ২৮৬।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজ ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শামীম পাটোয়ারি।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যর্থতার গল্প লিখতে শুরু করে বাংলাদেশ। ২০ রানের মধ্যেই ফিরে যান ওপেনার তানজিদ (১৭) ও অধিনায়কত্ব হারানো শান্ত (০)। এরপর পারভেজ ইমন (২৮), মেহেদী মিরাজ (২৮) ও শামীম পাটোয়ারি (১২) সবার ব্যাটিং ছিল ঝাঁপসা। হৃদয় একমাত্র ব্যতিক্রম ছিলেন, যিনি ৭৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের ইনিংসে চামিকা করুনারত্নে ও আসিথা ফার্নান্দো ৩টি করে উইকেট তুলে নেন। স্পিনে ভেল্লালাগে ও হাসারাঙ্গা নেন ২টি করে উইকেট।

স্পিনবান্ধব উইকেটে বাংলাদেশের ব্যাটাররা স্পিনের চেয়ে পেসেই বেশি বিপর্যস্ত হয়েছেন। শুরুতেই আঘাত হানে লঙ্কান পেসাররা, এরপর স্পিনে নিশ্চিত হয় ধস।

Nagad
Nagad

এই হারে সিরিজও হাতছাড়া করেছে টাইগাররা। আগামী সিরিজে ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ।