মীনা বাজারের ১৮ তম আউটলেট এখন ইসিবি চত্বরে
দেশের স্বনামধন্য সুপার স্টোর ব্র্যান্ড মীনা বাজার ১৮তম আউটলেট উদ্বোধন করেছে ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মিরপুরের মানিকদির ইসিবি চত্বরে ৬ হাজার ৫০০ বর্গফুট জায়গাজুড়ে এই আউটলেটের যাত্রা শুরু হয়েছে।
নতুন এই আউটলেট উদ্বোধন করেন জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ, বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন এবং মীনা বাজারের সিইও শাহীন খান।


ইসিবি চত্বরের আউটলেটটি মীনা বাজারের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি আউটলেট। ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফ্রাঞ্চাইজি প্রধান মোহাম্মদ কামরুজ্জামান শিকদার, নাফিজ আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খান মোহাম্মদ আখতারুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেমকন গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান মীনা বাজার সুদীর্ঘ ২০ বছর ধরে প্রায় সহস্রাধিক গুণগত মানের পণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকসেবা নিশ্চিত করে আসছে। বর্তমানে ১৭টি আউটলেট নিয়ে ঢাকা ও চট্টগ্রামে লক্ষাধিক গ্রাহক মীনা বাজারের নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করছেন। ইসিবি চত্বরের আউটলেটটিও এর ব্যতিক্রম নয়।
সজীব শাকসবজি, মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় সব গ্রোসারি পণ্য এখন একই ছাদের নিচে সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন স্থানীয় ক্রেতারা। রয়েছে সার্বক্ষণিক এসি সুবিধা। ক্রেতাদের জন্য এখানে রয়েছে সুবিশাল পরিসরে পার্কিংয়ের ব্যবস্থা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে মীনা বাজারের এই আউটলেটটিতে গ্রাহকদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার-সেরা দাম নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া ব্যস্ত নাগরিক জীবনে স্বস্তি দিতে ইসিবি চত্বর ও এর আশপাশের মানিকদি, ঢাকা ক্যান্টনমেন্ট, ভাষানটেক, মাটিকাটা, দেওয়ানপাড়া, কচুক্ষেত ও মিরপুরের গ্রাহকরা মীনা বাজারের হটলাইনে অর্ডার করলেই ফ্রি হোম ডেলিভারি সুবিধা দেওয়া হবে।
ইসিবি চত্বরে মীনা বাজারের নতুন আউটলেট প্রতিদিন সকাল ১০টা থেকে খোলা হবে। উদ্বোধনী উপলক্ষে থাকছে বিশাল ছাড়! একটি কিনলে আরেকটি ফ্রি! সঙ্গে থাকছে আকর্ষণীয় দামে আরও অনেক পণ্য। প্রায় অর্ধেক দামে! সঙ্গে নানা ধরনের গিফট। গ্রোসারি পণ্য ছাড়াও থাকছে মীনা সুইটসের মজাদার মিষ্টি।