আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২

মিয়ানমারে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকলকাতায় মেট্রোরেলে একদিনে রেকর্ড যাত্রীকম্প

মিয়ানমারে আজ শুক্রবার ভোরে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে এই ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তির স্থলে এর গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার। ভূমিকম্পটির উৎপত্তিস্থল কোথায় সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি। প্রতিবেদনে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাও বলা হয়নি। সূত্র: প্রথম আলো

বিশ্লেষকদের অভিমত
রাশিয়ার ‘অসীম’ শক্তির ধারণা বাড়াবাড়ি

ইউক্রেনে সামরিক হামলা শুরুর পর খোদ মার্কিন গোয়েন্দারা বলেছিলেন, যুদ্ধের তিন দিনের মধ্যে কিয়েভের পতন হতে পারে। মার্কিন গোয়েন্দাদের সেই অনুমান মিথ্য প্রমাণিত হয়েছে। কিয়েভ এখনো রুশ সেনামুক্ত। বারবার কিয়েভ দখলের চেষ্টায় ব্যর্থ রুশ বাহিনীর গতি ঘুরিয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চল দখলের দিকে, যে অঞ্চলে রুশ ভাষাভাষীরা সংখ্যাগরিষ্ঠ এবং যে অঞ্চলের অনেকটা আগে থেকেই রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে।সেই সব অঞ্চল দখল করা এবং রাশিয়ার অধিভুক্ত করে নেওয়ার সাফল্য দাবি করছে ক্রেমলিন। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হওয়া এবং দেশটির অস্থিতিশীল অঞ্চল দখল করে নেওয়ার সাফল্য দেখানো রাশিয়ার সামরিক শক্তি নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। সূত্র: কালের কণ্ঠ

 

পুজোর ভিড়ের স্রোতে কলকাতায় মেট্রোরেলে এক দিনে যাত্রী সংখ্যা সাড়ে ৬ লাখ পেরিয়ে গেল।

Nagad

 

মঙ্গলবার উত্তর-দক্ষিণ মেট্রোয় যাত্রী সংখ্যা ছিল ৬ লাখ ৬৮ হাজার ৫০৪। এর আগে কলকাতা মেট্রোয় ৬ লাখের বেশি যাত্রী হয়েছিল ২০২০ সালের ১৩ জানুয়ারি।মহালয়ার পর থেকে শহরের বড় পুজোগুলির দরজা খুলে যাওয়ায় ভিড় উপচে পড়ছে মেট্রোয়। অফিসযাত্রী ও পুজোর বাজার করতে বেরোনো লোকজন ছাড়াও দর্শনার্থীদের ভিড় জনস্রোতের চেহারা নিচ্ছে। দমদম, কালীঘাট, এসপ্লানেডের মতো স্টেশনে ভিড়ের চাপে কামরার দরজা বন্ধ করতে বেগ পেতে হচ্ছে চালকদের। পরিস্থিতি সামাল দিতে প্ল্যাটফর্মে কর্মরত আরপিএফ কর্মীদের ছুটে আসতে হচ্ছে বাঁশি হাতে। হুইসল বাজিয়ে চালক, গার্ড ও যাত্রীদের সতর্ক করা ছাড়াও অনেক ক্ষেত্রে যাত্রীদের ঠেলে ভেতরে ঢুকিয়ে দিতে হচ্ছে। সকালের কয়েক ঘণ্টা বাদ দিলে বেলা ১১টার পর থেকেই যাত্রীদের ভিড় বাড়তে শুরু করছে। বিকেল ৪টার পর থেকে ভিড়ের চাপে মেট্রোর রেকে কার্যত পা রাখার জায়গা থাকছে না। সারা দিনে ২৮৮টি ট্রেন চালানো হলেও ভিড় সামাল দেওয়ার পক্ষে তা মাঝে মাঝে যথেষ্ট নয় বলেই মনে হচ্ছে যাত্রীদের। ভিড় বাড়ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও। মঙ্গলবার সেখানে যাত্রী-সংখ্যা ছিল ৪২ হাজারের বেশি। সূত্র: সমকাল

কেন্দ্রীয় ব্যাংক ও পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন
নিত্যপণ্য ও সেবার দাম বেড়েছে ৩১ শতাংশ
বাজারে পণ্যমূল্যের দাম যেভাবে বাড়ছে, সে হারে মূল্যস্ফীতিতে তার প্রতিফলন দেখা যাচ্ছে না

মানুষের জীবনযাত্রায় ব্যবহৃত ১১টি নিত্যপণ্যসহ বিভিন্ন সেবার মূল্য এক বছরের ব্যবধানে সর্বনিম্ন ৭ থেকে সর্বোচ্চ ৩১ শতাংশ বেড়েছে। এর মধ্যে রয়েছে চাল, ডিম, মাংস, সবজি, ভোজ্যতেল, বিবিধ খাদ্যপণ্য, কোমল পানীয়, কাপড় ও জুতা এবং বাসা ভাড়া ও জ্বালানি।এছাড়াও গৃহসামগ্রী, গণপরিবহণ, বিনোদন ও শিক্ষা এবং বিবিধ পণ্য ও সেবাও আছে এ তালিকায়। এসব পণ্য ও সেবার দাম হুহু করে বৃদ্ধি পাওয়ায় বেড়েছে মানুষের জীবনযাত্রার ব্যয়। কিন্তু দেশীয় ও বৈশ্বিক বিদ্যমান পরিস্থিতিতে মানুষের আয় বাড়েনি। তাই জীবনযাত্রার মানের সঙ্গে আপস করে জীবিকানির্বাহ করছে মানুষ। বিশেষ করে স্বল্প ও মধ্য-আয়ের মানুষের অবস্থা ‘নুন আনতে পান্তা ফুরানো’র মতো। খাদ্যপণ্য ও জ্বালানির দামের কারণে মূল্যস্ফীতিতে প্রবল চাপ পড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। সূত্র: যুগান্তর

মার্কিনিদের রাশিয়া ছাড়ার নির্দেষ
ইউক্রেনের চার অঞ্চল যুক্ত হচ্ছে রাশিয়ান ফেডারেশনে

‘মাতৃভূমি রক্ষায়’ বুধবার আংশিক সেনা সমাবেশের নির্দেশ দেয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে পূর্ণ শক্তি প্রয়োগের লক্ষ্যে এ সেনা সমাবেশ ঘোষণার পর থেকে নাগরিকদের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। দলে দলে দেশ ছেড়ে যাচ্ছেন রুশ নাগরিকরা। এরই মধ্যে দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছাড়ার আহ্বান জানিয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাস। বিবৃতিতে জানানো হয়েছে, দেশ ছাড়ার এখনো সময় আছে। সিএনএন। মঙ্গলবার রাতে মার্কিন দূতাবাসের জারি করা সতর্ক বার্তায় বলা হয়, মার্কিনিদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব দেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য তাদের নিজস্ব ব্যবস্থা করা। রাশিয়া দ্বৈত নাগরিকদের দেশ থেকে প্রস্থান রোধ করার চেষ্টা করতে পারে। এমনকি সামরিক চাকরির জন্য দ্বৈত নাগরিকদের নিয়োগ করার চেষ্টাও করতে পারে। এসব থেকে বাঁচতে যত দ্রুত সম্ভব রাশিয়া ছেড়ে দিতে মার্কিন নাগরিকদের আহ্বান জানিয়েছে দূতাবাস। সূত্র: যুগান্তর

বাধার মুখে অর্থনৈতিক প্রবৃদ্ধি

ডলারের বাজার নিয়ন্ত্রণ করতে গিয়েই পুরো অর্থনীতি প্রায় তছনছ হয়ে যাচ্ছে। আমদানি ব্যয় বেশি হওয়ায় বাণিজ্য ঘাটতিতে রেকর্ড সৃষ্টি হয়েছে। এতে ডলারের সংকট বাড়ছে প্রতিদিনই। এ ছাড়া সরকারের প্রকল্প বাস্তবায়নও বাধাগ্রস্ত হচ্ছে। শুধু তা-ই নয়, ডলারের বিকল্প হিসেবে অন্য কোনো বৈদেশিক মুদ্রার বিনিময়ে আমদানির ব্যয় মেটানোর কৌশলও সফল হচ্ছে না। ফলে সামষ্টিক অর্থনীতির প্রবৃদ্ধি বাধার মুখে পড়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ৩ দশমিক ৮৫ শতাংশ। এই সময়ে বাজেট বরাদ্দের ১ শতাংশ অর্থও ব্যয় করতে পারেনি ১৯ মন্ত্রণালয় ও বিভাগ। ফলে অর্থবছর শেষে কাক্সিক্ষত প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ বাস্তবায়ন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে খোদ সরকারের ভিতরেও। তাই বাজেট সংশোধনের সময় এ বিষয়টাকে গুরুত্ব দেওয়া হবে। তবে এর আগে প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) বাজেট বাস্তবায়নের ধারা এবং অর্থনৈতিক গতিবিধিকে বিবেচনায় নেবে সরকার। অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। নতুন করে কোনো বিনিয়োগ আসছে না। করোনা মহামারিতে কাজ হারানোদের অনেকেই এখনো বেকার রয়েছেন। একই সঙ্গে নতুন করে কাজে ঢুকতে পারছেন না স্নাতক শেষ করা তরুণরা। এতে শিক্ষিত বেকারের বোঝাও বাড়ছে। সূত্র: বিডি প্রতিদিন।

ধেয়ে আসছে বিশ্বমন্দা? বেশিরভাগ বিশেষজ্ঞই সতর্কবার্তা দিচ্ছেন

বছরের শুরুতেই গুঞ্জন উঠেছিল– বিশ্বমন্দা আসছে। তারপর পেরিয়ে গেছে আরও ৯টি মাস, এই সময়ে বিশ্ব অর্থনীতি নিয়ে দুর্ভাবনা বেড়েছে, বৈ কমেনি। তাই আর গুঞ্জন নয়, বরং দিনে দিনে সাইরেনের মতো জোরালো হচ্ছে সতর্কবার্তা। গত সপ্তাহে বিশ্ব অর্থনীতির পতনোন্মুখ দশা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন– বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)’র প্রধান থেকে শুরু করে নোবেল জয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যানের মতো শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা। তারা মন্দার ঝুঁকি বেড়ে যাওয়ার আভাসই দেন। গত বুধবার সুইজারল্যান্ড-ভিত্তিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক জরিপে অংশ নেন- বিশ্বের সরকারি ও বেসরকারি খাতের খ্যাতনামা ২২ অর্থনীতিবিদ। তাদের প্রতি ১০ জনের মধ্যে ৭ জনই বলেছেন, ২০২৩ সালেই ধেয়ে আসতে পারে মন্দার ঝড়। অর্থাৎ, বছর পেরোতেই বিশ্ব অর্থনীতির তরী ডোবার শঙ্কা তাদের। বৈশ্বিক মন্দার সম্ভাবনা নিরুপণের জন্য সুপরিচিত একটি সংস্থা– যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা-ভিত্তিক নেড ডেভিস রিসার্চ। তাদের গবেষণা মডেল অনুসারে, আগামী বছরে মন্দার ঝুঁকি এখন ৯৮.১ শতাংশ। ২০২০ সালে করোনা মহামারি-জনিত মন্দা এবং ২০০৮-০৯ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর যা সর্বোচ্চ। সূত্র: বিজনেস স্ট্যান্ডর্ড।

ভারতের নতুন প্রতিরক্ষা প্রধান অনিল চৌহান

ভারতের নতুন প্রতিরক্ষা প্রধান বা চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান (অবসরপ্রাপ্ত)। গতকাল বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন প্রতিরক্ষা প্রধানের নাম ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করেছে। খবর টাইমস অব ইন্ডিয়া। গত বছর ৪ ডিসেম্বর তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় সিডিএস বিপিন রাওয়তের মৃত্যু হয়। এরপর নয় মাস ওই পদটি শূন্যই ছিল। অবশেষে অনিল চৌহানকে উত্তরসূরি হিসেবে মনোনয়ন করল নরেন্দ্র মোদি সরকার। এনডিটিভির খবরে বলা হয়েছে, ২০২১ সালের মে মাসে লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান ইস্টার্ন কমান্ডের প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন। উত্তর-পূর্ব ভারত ও কাশ্মীরের সন্ত্রাস দমনে ‘বিশেষজ্ঞ’ সেনা হিসেবে তার পরিচিতি রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত অনিল চৌহান সিডিএস পদে থাকবেন। সূত্র: বণিক বার্তা।

মাশা আমিনি: বিক্ষোভ থামছে না ইরানে, মৃত্যু বেড়ে ৮৩

পুলিশ হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানে শুরু হওয়া প্রতিবাদ অব্যাহত আছে বলে রাষ্ট্রায়ত্ত ও সামাজিক গণমাধ্যমগুলো জানিয়েছে। একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ ধরে চলা প্রতিবাদে অন্তত ৮৩ জন নিহত হয়েছে। প্রতিবাদকারীরা বৃহস্পতিবারও দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কুর্দি নারী মাশা আমিনি (২২) ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর সাকেজ থেকে তেহরানে গিয়েছিলেন। সেখানে হিজাব দিয়ে মাথা পুরোপুরি না ঢাকায় আইন ভাঙ্গার অপরাধে দেশটির নীতি পুলিশ তাকে আটক করে। সূত্র: বিডি নিউজ

বেঙ্গালুরুতে যানজট এড়াতে হেলিকপ্টার সেবা

যানজট এড়াতে ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে চালু হচ্ছে হেলিকপ্টার সেবা।বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (এইচএএল) বিমানবন্দরের মধ্যে সেবাটি চালু করার ঘোষণা দিয়েছে ব্লেড ইন্ডিয়া।
সেবাটি চালু হবে আগামী ১০ অক্টোবর থেকে। এ খবর জানিয়েছে জি নিউজ। যে পথ পাড়ি দিতে দুই ঘণ্টার বেশি সময় লেগে যায়, হেলিকপ্টার সেবায় ১২ মিনিটে সে পথ অতিক্রম করা যাবে। টিকিটের মূল্য বাবদ যাত্রীদের গুনতে হবে ৩ হাজার ২৫০ রুপি। বুকিংয়ের জন্য টিকিট ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে। সূত্র: বাংলানিউজ