জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরী
স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব করেছে সরকার। ২৭ অক্টোবর তাকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়। মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী চলতি বছরের ২২ মে সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগে যোগদান করেন।
আজ সোমবার (৩১ অক্টোবর) এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়।


মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।
পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজমকে ২ নভেম্বর থেকে অবসর দিয়েছে সরকার।