কেরানীগঞ্জে বিয়ের দেড় মাসের মাথায় স্বামী-স্ত্রী নিহত
ঢাকার কেরানীগঞ্জে বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পর্শে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (০৯ নভেম্বর) রাত ১২টার দিকে কেরানীগঞ্জের আঁটিবাজারের সুমন হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানার ইনচার্জ মামুন-অর-রশিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।


নিহত ব্যক্তিরা হলেন- ইসমাইল (২০) এবং তার স্ত্রী মোসাম্মৎ কাজল আক্তার (১৮)। ইসমাইল কেরানীগঞ্জ আমবাগিচা এলাকার স্থায়ী বাসিন্দা মো: আলীর ছেলে। বর্তমানে আঁটিবাজার সুমন হাউজিং এলাকায় একটি বাসার চারতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
স্থানীয় ফারুক আহমেদ গণমাধ্যমকে জানান, বুধবার রাতে বিদ্যুতের তার থেকে স্টিলের পাইপের মাধ্যমে কিছু একটা নামাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিয়ের দেড় মাসের মাথায় স্বামী-স্ত্রী নিহত হলেন।
কেরানীগঞ্জ মডেল থানার ইনচার্জ মামুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, বুধবার রাতে বিদ্যুৎস্পর্শে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে। একই সাথে মামলা প্রক্রিয়াধীন।
সারাদিন/১০ নভেম্বর/এমবি