জেতার জন্যই খেলতে নামব: লিটন দাস
ভারতের বিপক্ষে আগামীকাল রোববার মুখোমুখি হবে বাংলাদেশ দল। এই ওয়ানডে সিরিজে লিটন দাসের ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন অধ্যায়। প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন তিনি। তাই লিটন দাসের আশা ‘বড় ভাইয়েরা আমাকে সহায়তা করবে।’
শনিবার (০৩ ডিসেম্বর) ওয়ানডে সিরিজের আগের দিন এক সংবাদ সম্মেলনে লিটন বলেন, “আমি যখন দায়িত্ব পেলাম, আমার হাতে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ৩ জন সিনিয়র খেলোয়াড় আছেন, এটা ভেবে অনেক ভালো লাগছে। অবশ্যই আমি চাইবো তারা মাঠে আমাকে সহায়তা করুক।”


লিটন দাস আরও বলেন, “প্রথমবার এত বড় সিরিজে দায়িত্ব পেলাম। আমি আশাবাদী, বড় ভাইয়েরা আমাকে সহায়তা করবে। তাদের কাছে যেকোনো সময় সহযোগিতা পাবো।”
নেতৃত্ব পাওয়ার পর প্রথম সিরিজেই জয়ের জন্য নামবেন লিটন দাস। তিনি বলেন, “লক্ষ্য একটাই। জেতার জন্যই খেলতে নামব। ওদের সাথে লড়াই করা পুরোপুরি সম্ভব। আমাদের তিন বিভাগই ভালো আছে।”
বাংলাদেশ ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, “ভারত অবশ্যই এগিয়ে থাকবে। ওরা মাত্র নিউজিল্যান্ডে খেলে এসেছে। তবে হোম কন্ডিশন, আমাদের সাপোর্টে ক্রাউড, এটা প্লাস পয়েন্ট।”
রোববার (০৪ ডিসেম্বর) ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। ০৭ ডিসেম্বর হবে দ্বিতীয় ওয়ানডে। আর ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
চট্টগ্রামের ওই ভেন্যুতে আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে টাইগার ও ভারতীয়দের প্রথম টেস্ট। আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন, নুরুল হাসান।
ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশভ পন্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহম্মদ সিরাজ, দীপক চাহার ও কুলদীপ সেন।
সারাদিন/০৩ ডিসেম্বর/এমবি