আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২

কর্মকর্তাকে পদোন্নতি দিতে রেলমন্ত্রীর ডিও নিয়ে প্রশ্ন
দুদক গত বছর সেপ্টেম্বরে রেলের ১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে।
এ তালিকায় ৫ নম্বর নামটি ছিল মনজুর-উল-আলম চৌধুরী।

রেলওয়ের মহাপরিচালকের পদটি প্রথম গ্রেডের। বর্তমান মহাপরিচালক ১১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। নিয়মানুযায়ী, দ্বিতীয় গ্রেডে থাকা কর্মকর্তাদের মধ্য থেকে একজনকে মহাপরিচালক করার কথা। দ্বিতীয় গ্রেডে দুজন কর্মকর্তা আছেনও। কিন্তু রেলমন্ত্রী নূরুল ইসলামের পছন্দ তৃতীয় গ্রেডে থাকা একজন কর্মকর্তা। এ জন্য তৃতীয় গ্রেডে থাকা কর্মকর্তাকে পদোন্নতি দিতে খোদ মন্ত্রী আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে। রেলমন্ত্রীর এভাবে ডিও লেটার দিয়ে পছন্দের কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সুপারিশকে নজিরবিহীন বলছেন রেলের কর্মকর্তারা। এ নিয়ে রেলের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।রেলওয়ে সূত্রে জানা গেছে, বর্তমান মহাপরিচালক ডি এন মজুমদারের অবসরে যাওয়ার আর মাত্র চার দিন বাকি। এর মধ্যে নিজের পছন্দের কর্মকর্তা মনজুর–উল–আলম চৌধুরীকে প্রথমে চলতি দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নিয়েছেন রেলমন্ত্রী। মন্ত্রীর ডিও লেটার মেনে জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতি দিলে পরে মনজুর–উল–আলম চৌধুরীকে স্থায়ীভাবে মহাপরিচালক নিয়োগ করা হবে।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি রেলমন্ত্রীর আধা সরকারি পত্রটি পেয়েছেন। এখন বিচার-বিশ্লেষণ চলছে। সূত্র: প্রথম আলো

ইসলামী ব্যাংকে গ্রাহকের আমানত নিরাপদ
এক কোটি ৯০ লাখ গ্রাহক নিয়ে ২০২৩ সালে ৪০ বছর উদযাপন করবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এটি দেশের বেসরকারি খাতের বৃহৎ ব্যাংক। সুদমুক্ত ও কল্যাণমূলক ব্যাংকিংয়ে গ্রাহকদের কাছে আস্থার নাম ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা ব্যাংকের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেছেন কালের কণ্ঠ’র সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ রুমী

কালের কণ্ঠ : আপনার ব্যাংকের প্রধান সূচকগুলোর অবস্থা এখন কেমন? মুহাম্মদ মুনিরুল মওলা : সব সূচকে ইসলামী ব্যাংক শক্তিশালী অবস্থানে আছে। এই ব্যাংকের ফুটপ্রিন্ট অনেক মজবুত। ইসলামী ব্যাংকের শাখার সংখ্যা ৩৯৩টি। উপশাখা আছে দুই হাজার ৩০টি।আমাদের এজেন্ট আউটলেট আছে প্রায় দুই হাজার ৭০০। এটিমএ-সিআরএম বুথ আছে দুই হাজার ৫০০টি। সব মিলে ছয় হাজার আউটলেট থেকে সারা দেশের গ্রাহকদের সেবা দিচ্ছি আমরা। আমাদের এক কোটি ৯০ লাখ গ্রাহক আছে। তাঁদের পরিবারের সদস্য সংখ্যা যদি হিসাব করি, তাহলে প্রায় আট কোটি মানুষ ইসলামী ব্যাংকের সঙ্গে সরাসরি যুক্ত। দেশে পরিচালিত ৬১টি ব্যাংককে পরিমাপ করতে যেসব সূচক ব্যবহার করা হয়, যেমন—ব্যাংকের ডিপোজিট, ব্যাংকের বিনিয়োগ, রপ্তানি, রেমিট্যান্স, পরিচালন লাভ, খেলাপি ঋণসহ সব সূচকে ইসলামী ব্যাংক শীর্ষস্থানে আছে। কালের কণ্ঠ : অন্য ব্যাংকগুলোও এখন ইসলামী ব্যাংকিংয়ে ঝুঁকছে? এখন আপনাদের মার্কেট শেয়ার কত? মুহাম্মদ মুনিরুল মওলা : কল্যাণমুখী ব্যাংকিংয়ের কারণে সবাই এখন ইসলামী ব্যাংকিংয়ের দিকে ঝুঁকছে। ইসলামী ব্যাংকিং সুপিরিয়র সিস্টেম হওয়ার কারণে পরবর্তী সময়ে ইসলামী ব্যাংককে অনুসরণ করে আরো ১০টি ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামী ধারায় পরিচালিত হচ্ছে। আরো কিছু ব্যাংক ইসলামী ধারায় পরিবর্তনের জন্য আবেদন করেছে। দেশের বাইরে যে এক কোটির বেশি প্রবাসী আছেন, তাঁদের প্রতি ১০ জনে আটজনের অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে। ডিপোজিটে ১০ শতাংশ এবং বিনিয়োগের ক্ষেত্রে আমাদের মার্কেট শেয়ার ১৩ শতাংশ। এ ছাড়া প্রায় ৩০ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে রেমিট্যান্স আহরণে শীর্ষে আছে ইসলামী ব্যাংক। সূত্র: কালের কণ্ঠ

জটিলতা কাটছে না ১০ ডিসেম্বরের
আরামবাগে সমাবেশ করতে চায় বিএনপি । আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে – বাড়ানো হয়েছে রাজধানীর নিরাপত্তা । ১৫০০ নেতা-কর্মী গ্রেফতারের অভিযোগ

১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের স্থান ঘিরে জটিলতা কাটছে না। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিএনপিকে ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তাব দিলেও তাতে সায় দেয়নি দলটি। তারা বলছে, সরকার কোনো কৌশল থেকে তাদের সেখানে নিতে চাইছে। বিকল্প স্থান হিসেবে বিএনপি মতিঝিল আরামবাগ আইডিয়াল স্কুল মাঠ ও সামনের এলাকায় অনুমতির অনুরোধ জানিয়েছে ডিএমপিকে। অন্যদিকে, ঢাকার আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্সে রয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। তল্লাশি চলছে নগরীর বিভিন্ন স্থানে। বিএনপি অভিযোগ করছে, আবাসিক হোটেল ও মেসে পুলিশ নিরীহ মানুষকে হয়রানি করছে। বিভিন্ন বাসাবাড়িতে অভিযান চালিয়ে তাদের ১৫০০ নেতা-কর্মী আটক করেছে। মামলা দিয়েছে অনেকের বিরুদ্ধে। গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কোনোভাবেই রাস্তাঘাটে সমাবেশের অনুমতি দেওয়া হবে না। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

স্বল্প ব্যয়ের সালিশিতে আদালতের বাইরে বাণিজ্য বিরোধের নিষ্পত্তি বাড়ছে

সিঙ্গাপুর ভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান (আইটি) লিমকন টেকনোলজি সলিউশন্স থেকে কম্পিউটার এক্সেসরিজ ও সফটওয়্যার সংগ্রহ করতো বাংলাদেশের খান আইটি অ্যান্ড সার্ভিসেস। কিন্তু, সময়মতো পরিশোধ না করায় ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে ৩৭৮ কোটি টাকা পাওনা দাঁড়ায় লিমকনের।

পাওনা নিয়ে বিরোধ নিষ্পত্তিতে দুটি সমাধান ছিল সিঙ্গাপুরের কোম্পানিটির: হয় তাদের খান আইটির বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করতে হতো; অথবা রুদ্ধদ্বার শুনানির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তির উদ্যোগ। বিদেশি প্রতিষ্ঠানটি শেষোক্ত উপায়টিই বেছে নেয় এবং ২০২০ সালে বাংলাদেশের হাইকোর্টে অর্থ আদায়ের জন্য মামলা না করে সালিশের মাধ্যমে বিরোধটি নিষ্পত্তির আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে, সংশ্লিষ্ট দুই পক্ষের আইনজীবী এবং একজন ব্যবসায়ী নেতার সমন্বয়ে একটি সালিশি প্যানেল গঠন করে দেন হাইকোর্ট। একইসঙ্গে, প্যানেলটিকে ১৫ দিনের মধ্যে বিষয়টির সমাধান করে আদালতে একটি প্রতিবেদন দাখিল করার আদেশ দেয়া হয়।
এরপর সালিশি প্যানেলের সিদ্ধান্তমূলক প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। এই সিদ্ধান্তকে বলা হয় অ্যাওয়ার্ড। হাইকোর্ট সেটি ঘোষণা করেন এবং তা মেনে নিয়ে ছয় কিস্তিতে পাওনা পরিশোধ করে খান আইটি। সিঙ্গাপুরের আইটি প্রতিষ্ঠানটির বাংলাদেশের প্রতিনিধি তাহেরুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘সালিশি অ্যাওয়ার্ড নিয়ে উভয় পক্ষই খুশি। কারণ মাত্র দুই মাসে এত বড় একটি বিরোধ নিষ্পত্তি হয়েছে। এজন্য উভয় পক্ষের টাকাও খরচ হয়েছে খুব কম। পাওনা পরিশোধও দ্রুত সম্পন্ন হয়েছে’। কিন্তু, লিমকন যদি প্রথম উপায়টি গ্রহণ করে খান আইটির বিরুদ্ধে মামলা করতো– তাহলে কী হতো? সূত্র; বিজনেস স্ট্যান্ডার্ড।

সংঘাতের পরিণতি কী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বুঝিয়ে দিচ্ছে: প্রধানমন্ত্রী

সংঘাত নয়, সমঝোতা এবং আলাপ-আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে যুদ্ধ করার জন্য নয়। আমাদের লক্ষ্য শান্তি স্থাপন এবং শান্তি বজায় রাখা। যেকোনো যুদ্ধ যে মানবজাতির জন্য কী ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আমাদের বুঝিয়ে দিচ্ছে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। বুধবার কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে তিন দিনব্যাপী আন্তর্জাতিক নৌশক্তি মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে এসব কথা বলেন সরকারপ্রধান।বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ সহাবস্থানকে অগ্রাধিকার দেয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জাতি হিসেবে আমরা সর্বদা বৈশ্বিক ও আঞ্চলিক শান্তিপূর্ণ সহাবস্থানকে অগ্রাধিকার দিয়ে থাকি। সেই নীতি মেনেই আমরা সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি। নিকট প্রতিবেশি এবং আঞ্চলিক সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। সূত্র: দৈনিক বাংলা।

ইউরোপে ‘সেলফ-রিপেয়ার সেন্টার’ আনছে অ্যাপল

ব্যবহারকারী নিজের আইফোন নিজেই যেন সারাতে পারেন এমন সুবিধা দিয়ে ইউরোপে ‘সেলফ-রিপেয়ার সেন্টার’ আনছে অ্যাপল। যুক্তরাজ্যসহ ইউরোপের আরও সাতটি দেশে এমন সেন্টার চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপল।
গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যে এমন একটি সেবাকেন্দ্র চালু করেছে প্রতিষ্ঠানটি। এর আগে ২০২১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো সেলফ-রিপেয়ার সেন্টার চালু করেছিল অ্যাপল।অ্যাপল জানায়, আইফোন ১২, আইফোন ১৩ এবং কিছু ম্যাকবুক ব্যবহারকারীরা এসব কেন্দ্র থেকে নিজেদের ডিভাইস নিজেরাই সারিয়ে নিতে পারবেন। এজন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ রিপেয়ার সেন্টার থেকেই কিনতে পারবেন তারা। আর নিজের ডিভাইস নিজেই মেরামতের জন্য অনলাইন থেকে টিউটোরিয়াল দেখতে পারবেন ব্যবহারকারীরা। সূত্র: কাল বেলা।

২৮ দেশের নৌবাহিনীর অংশগ্রহণে ফ্লিট রিভিউ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার সমুদ্রসৈকতের ইনানীতে ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার তিনি এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৮টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে প্রথমবারের মতো ফ্লিট রিভিউয়ের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশসহ ২৮ দেশের ৪৩টি যুদ্ধজাহাজ, দুটি বিএন এমপিএ, চারটি বিএন হেলিকপ্টার অংশ নিয়েছে। কক্সবাজারকে পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্বে নতুন করে পরিচয় করিয়ে দিতে ‘সীমানা ছাড়িয়ে বন্ধুত্ব’ প্রতিপাদ্যে নৌবাহিনীর উদ্যোগে এই আন্তর্জাতিক ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: সমকাল

অকাজের ২৫০ কোটির ভবন

রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীসংখ্যা পাঁচ হাজারের বেশি। পুরনো ভবনে শিক্ষার্থীদের স্থান সংকুলান না হওয়ায় প্রায় ছয় মাস আগে পাঁচতলা একটি নতুন ভবন হয়েছে। কিন্তু ভবন হলেও সেখানে কোনো আসবাবপত্র সরবরাহ করা হয়নি। আগামী বছরের শুরুতেও সেখানে আসবাবপত্র সরবরাহের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এখনো ভবনটি অব্যবহৃতই আছে। প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক গৌতম চন্দ্র পাল দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের ক্লাসরুমের সংকট রয়েছে। ক্যানটিন ও ল্যাবরেটরি করার জন্যও জায়গার প্রয়োজন। এসব আমরা নতুন ভবনে করতে চেয়েছিলাম। কিন্তু ভবন নির্মাণ শেষ হলেও কোনো আসবাবপত্র দেওয়া হচ্ছে না। সংকটের মধ্য দিয়েই শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে।’জামালপুর, মৌলভীবাজার, দিনাজপুর, রংপুর প্রভৃতি জেলায়ও মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ শেষ হয়েছে। সেসব স্কুল থেকে প্রতিনিয়ত আসবাবপত্রের জন্য চাপ দেওয়া হচ্ছে। সেখানকার কর্তৃপক্ষ আগামী শিক্ষাবর্ষের শুরু থেকে নতুন ভবনে ক্লাস করতে চায়।প্রকল্পসংশ্লিষ্টরা বলেছেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৭১টি নতুন ভবনের জন্য প্রায় ২৫০ কোটি টাকা খরচ হয়েছে। ভবন নির্মাণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বেঞ্চ-টেবিলসহ প্রয়োজনীয় ফার্নিচার দেওয়ার কথা। এরপর ভবনের ব্যবহার শুরু হবে। কিন্তু ভবন নির্মাণ ছয় মাস আগে শেষ হলেও আসবাবপত্র সরবরাহ করা হয়নি। অথচ ৭১টি ভবনে সর্বোচ্চ ২৫ কোটি টাকার আসবাবপত্রের প্রয়োজন হতে পারে। সূত্র: দেশ রুপাতন্তর।

বিএনপির সমাবেশ কেন এতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রধান দুই দলের কাছে?

ঢাকায় বিএনপির সমাবেশ এখন বাংলাদেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কারণ গত কয়েক সপ্তাহ ধরেই এই সমাবেশ ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে যাচ্ছেন দেশটির প্রধান দুই দলের নেতারা। একদিকে বিএনপি বলছে, এই সমাবেশের দিকে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে কারণ সেদিন তারা আন্দোলনের পরবর্তী কর্মসূচী ঘোষণা করবে। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, সেদিন পুরোপুরি সতর্ক থাকবে আওয়ামী লীগ এবং প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তাদের পাহারা থাকবে।বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সমাবেশ নতুন কিছু নয়। বিএনপির এর আগে বিভিন্ন জেলায় আরও নয়টি সমাবেশ করেছে। কিন্তু ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশ কেন দুই দলের কাছে এতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? সমাবেশ থেকে কি অর্জন করতে চায় বিএনপি? বাংলাদেশে ২০১৪ সালের পাঁচই জানুয়ারির একতরফা সাধারণ নির্বাচনের পর থেকেই রাজপথে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল বিএনপি। এরপরে বড় কোন আন্দোলন করতে দেখা যায়নি দলটিকে।কিন্তু গত কয়েকমাসে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোয় নয়টি সমাবেশ সফল করেছে বিএনপি। গণপরিবহন ধর্মঘট, নানারকম বাধার পরেও সেসব সমাবেশে দলটির অসংখ্য নেতাকর্মী অংশ নিয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

বরিশালে মধ্যরাতে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা, আতঙ্ক

বরিশালে মধ্য রাতে মসজিদের মাইকে ‘ডাকাত পড়েছে’ বলে ঘোষণা নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাত একটার পর নগরীর বিভিন্ন এলাকাসহ বাবুগঞ্জ, উজিরপুর, কাউনিয়াসহ কয়েকটি উপজেলার বিভিন্ন মসজিদ থেকে এমন মাইকিং করা হয়। কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, তিনিও এ ধরনের ঘোষণা শুনেছেন। তবে গুজব না সত্য সেই বিষয়টি এখনো নিশ্চিত হতে পারেননি। প্রকৃত কি ঘটনা, জানার জন্য মাঠে রয়েছেন বলে জানান তিনি। সূত্র: বিডি নিউজ