সিল-সিটিজি অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান
সিলেটের কৃতি সন্তান, ব্রিটিশ ইতিহাসে প্রথম মুসলিম মহিলা ক্যামডেন এর সাবেক মেয়র ও কাউন্সিলর, কেবিনেট সদস্য নাদিয়া শাহ-কে সিটিজি অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক দিলু বড়ুয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন নাদিয়া শাহ পিতা সফল বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ব্যাংকার, স্টেশন ক্লাব সিলেটের সাবেক সম্মানিত সভাপতি মোঃ নজরুল ইসলাম ও তাঁর ছোটবোন যুক্তরাজ্য বিচার বিভাগের (মন্ত্রণালয়) এর উপদেষ্টা নাহিদা ইসলাম।


সম্মাননা গ্রহণকালে মেয়র বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষে কল্যাণে কাজ করে যাচ্ছে এবং পাশাপাশি সিলেট-চট্টগ্রাম এর ইতিহাস, ঐতিহ্য-কে নতুন প্রজন্ম ও বিশ্বদরবারে তুলে ধরছে এবং তিনি শত ব্যস্ততার মাঝেও সংগঠনের কার্যক্রম লক্ষ্য করেন বলে জানান। খুব ভালো কাজ করছে বলে উল্লেখ করেছেন। গুণীদের সম্মান জানানো সহ মানবিক কাজে মুগ্ধ হয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের সফলতা কামনা ও সহযোগিতার কথা প্রকাশ করেন।