আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

যুদ্ধ ইউক্রেনে, ভুগছে বিশ্ব

বিশ্বের ধনশালী দেশ জাপান ও যুক্তরাজ্যকে কাছাকাছি সময়ে এমন মূল্যস্ম্ফীতির ফেরে পড়তে হয়নি। তবে গেল বছর দু’দেশের জনগণকেই নিতে হয়েছে চার দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ম্ফীতির চাপ। চালের গুঁড়ার দাম বেড়ে যাওয়ায় রুটির আকার ছোট হয়ে গেছে উদীয়মান অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ায়। জার্মানির মতো শক্তিশালী অর্থনীতির দেশেও লন্ড্রি মালিকের গ্যাসের বিল বেড়েছে পাঁচ গুণ। পাকিস্তান কার্যত দেউলিয়া। আর বাংলাদেশের দেড় দশকের স্থিতিশীল অর্থনীতিতেও হঠাৎ লেগেছে বড় ধাক্কা। মূলত ইউক্রেন যুদ্ধই বিভিন্ন দেশের নানামুখী সংকটের অনুঘটক। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে এর রেশ ধরে বিশ্ব অর্থনীতি হয়ে পড়ে টালমাটাল। সূত্র: সমকাল

মোদিকে কটুক্তির জেরে কংগ্রেস নেতা গ্রেপ্তার, পরে জামিন

কংগ্রেস মুখপাত্র পবন খেরাকে ছত্তিশগড়ের রায়পুরগামী বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করা হলেও আসাম পুলিশ তাঁকে রাজ্যে নিয়ে যেতে পারল না। পবন খেরার আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট দিল্লির নিম্ন আদালতকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার নির্দেশ দেন। খেরার বিরুদ্ধে আসাম ও উত্তর প্রদেশে যত অভিযোগ জমা পড়েছে, সব একত্র করে বিচারের নির্দেশও দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দেওয়ার সময় খেরার উদ্দেশে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘গ্রেপ্তার থেকে আপনাকে রক্ষা করছি। কিন্তু কথাবার্তায় সংযম থাকা জরুরি।’ খেরার আইনজীবী কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি এজলাসে বলেন, মুখ ফসকে বলা ওই কথা তিনি সঙ্গে সঙ্গে শুধরে নিয়েছিলেন। দুঃখ প্রকাশও করেছিলেন। সূত্র: প্রথম আলো

ইউক্রেন যুদ্ধের এক বছর
পারমাণবিক শক্তি বাড়ানোর আভাস দিলেন পুতিন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর পূর্তি আজ। এ যুদ্ধ আর কতদিন চলবে তার হিসাব আপাতত কারও কাছে নেই। বছর পূর্তির আগের দিন গতকাল ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বললেন, রাশিয়া পারমাণবিক শক্তি বাড়ানোর দিকে নজর দিচ্ছে আর এটা অব্যাহত রাখবে। রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে। প্রায় ৬ হাজার ওয়্যারহেড রয়েছে তাদের কাছে। এর মধ্যে দুই দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিকে মুলতবি রাখার কথাও ঘোষণা করেন তিনি। ভূমি, সাগর ও আকাশে নিউক্লিয়ার মিসাইলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগের মতো এখন থেকে আমরাও নিউক্লিয়ার মিসাইল বহর বাড়ানোর দিকে নজর দেব।’ পুতিন জানান, প্রথমবারের মতো একাধিক নিউক্লিয়ার ওয়্যারহেড বহন করতে সক্ষম সারমাত ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল (আইসিবিএম) এ বছর যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হবে- সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

চীনের শান্তি প্রস্তাব নিয়ে আগ্রহী মস্কো ও কিয়েভ

ইউক্রেনে রুশ হামলা ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে সামরিক ঘটনা। বিশ্বায়ন ও মুক্ত অর্থনীতির এই যুগে পূর্ব ইউরোপের এই যুদ্ধে ঢেউ ঢেউ সারা বিশ্বকে স্পর্শ করতে বেশি সময় নেয়নি। করোনা-উত্তর বিশ্বে এই যুদ্ধ মড়ার ওপর খাড়ার ঘায়ের মতো গরিব দেশগুলোকে অস্থির করে তোলেছে। চলতি শতাব্দির এ যুদ্ধ আজ শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় বছরে পা দিল। যুদ্ধের সংক্ষিপ্ত পটভূমি: তৎকালীন সোভিয়েত রাশিয়া পশ্চিম ইউরোপে হামলা চালাতে পারে, এমন একটি আতঙ্ক ছড়িয়ে সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) গঠনের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত জোটটির বর্তমান সদস্য সংখ্যা ৩০। অথচ ১৯৯১ সোভিয়েত রাশিয়ার আনুষ্ঠানিক বিলুপ্তির আগ পর্যন্ত জোটটি সদস্য সংখ্যা ছিল বর্তমান সদস্যের প্রায় অর্ধেক। অর্থ বাকি দেশগুলোকে পরবর্তীতে সদস্য করা হয়। এটা নিয়ে শুরু থেকে রুশ ফেডারেশনের নিরাপত্তা বিশ্লেষক ও রাজনীতিবিদরা আপত্তি জানিয়ে আসছিল। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ

পশ্চিম তীরে সেনা অভিযানে নিহত ১১
গাজায় ইসরায়েলি বিমানের হানা

পশ্চিম তীরে দুই দশকের মধ্যে ইসরায়েলি সেনাদের সবচেয়ে প্রাণঘাতী অভিযানের পরদিন গাজা উপত্যকায় বিমান হামলা চালানো হয়েছে। সশস্ত্র ফিলিস্তিনিদের রকেট হামলার জবাবে গতকাল বৃহস্পতিবার বিমান ও রকেট হামলা চালায় ইসরায়েল। গত বুধবার পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ১১ জন ফিলিস্তিনি নিহত ও ৮০ জনের বেশি আহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধেই নাবলুসের অভিযান চালানো হয়েছে। অন্যদিকে এই অভিযানকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনিদের রক্ষার আহবান জানিয়েছেন ফিলিস্তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হুসেইন আল শেখ।রকেট হামলার দুই ঘণ্টা পরই কট্টরপন্থী ফিলিস্তিনি সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার একাধিক স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, হামাস নিয়ন্ত্রিত একটি সামরিক শিবির ও অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

চীনা বেলুনের নতুন ছবি প্রকাশ

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর মোতায়েন করা ‘ইউ-২ সিঙ্গেল ইঞ্জিন’ নজরদারি উড়োজাহাজের ককপিট থেকে গত ৩ ফেব্রুয়ারি চীনা বেলুনের তোলা একটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে বেলুনটিকে বেশ কাছ থেকে দেখা যায়।
প্রতিরক্ষা বিভাগ বলছে, সাউথ ক্যারোলিনা উপকূলে ভূপাতিত করার আগের দিন বেলুনটি কেন্দ্রীয় মহাদেশীয় যুক্তরাষ্ট্রের ওপর ভাসছিল। উড়ন্ত এই বস্তু এবং এর ধ্বংস নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। চীনের দাবি, বেসামরিক বেলুনটি আবহাওয়া পর্যবেক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত হতো। প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বলেন, নাগরিকদের ঝুঁকি থাকায় বেলুনটি যুক্তরাষ্ট্রের মাটিতে ভূপাতিত করা হয়নি। দানবাকৃতির সাদা উড়ন্ত বস্তুটি ভূমি থেকে ১৮ হাজার ৩০০ মিটার উপরে উড়ছিল। প্রতিরক্ষা বিভাগের উপমুখপাত্র সাবরিনা সিং নিশ্চিত করেছেন, গেল সপ্তাহে বেলুনের ধ্বংসাবশেষে অনুসন্ধান কার্যক্রম শেষ করেছেন তারা। সূত্র: দৈনিক বাংলা

ভারতীয়-আমেরিকান অজয় বাঙ্গাকে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন যুক্তরাষ্ট্রের

মাস্টারকার্ডের সাবেক সিইও ভারতীয়-আমেরিকান অজয় বাঙ্গাকে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন যুক্তরাষ্ট্রের মাস্টারকার্ডের সাবেক প্রধান নির্বাহী অজয় বাঙ্গাকে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করেছে বাইডেন প্রশাসন। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস-এর। প্রথা অনুসারে সাধারণত যুক্তরাষ্ট্রই মার্কিন নাগরিককে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত করে।ভারতীয়-আমেরিকান ৬৩ বছর বয়সি অজয় বাঙ্গা বর্তমানে ইকুইটি প্রতিষ্ঠান জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন।অজয় বাঙ্গা বেড়ে উঠেছেন ভারতে। এক দশকের বেশি সময় নেতৃত্ব দেওয়ার পর ২০২১ সালে তিনি মাস্টারকার্ড থেকে অবসর নেন। তার সময়ে মাস্টারকার্ডের মুনাফা ব্যাপকভাবে বাড়ে। এর সুবাদে বাঙ্গার যুক্তরাষ্ট্রে সবচেয়ে বিখ্যাত ভারতীয়-আমেরিকান নির্বাহীতে পরিণত হন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

২০৩০ সাল
জিসিসি-এশিয়ার বাণিজ্য দাঁড়াবে ৫৮ হাজার কোটি ডলারে

উপসাগরীয় সহযোগিতা সংস্থাভুক্ত (জিসিসি) দেশগুলোর সঙ্গে এশিয়ার উদীয়মান অর্থনীতির বাণিজ্য জোরদার হচ্ছে। ২০৩০ সালের মধ্যে দুই অঞ্চলের দ্বিপক্ষীয় বাণিজ্য ৫৭ হাজার ৮০০ কোটি ডলারে দাঁড়াবে। বুধবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ পূর্বাভাস দেয় যুক্তরাজ্যভিত্তিক থিংক ট্যাংক এশিয়া হাউজ। চলতি দশকে বিশ্বের অন্যতম দ্রুত সম্প্রসারমাণ অঞ্চল দুটির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়বে। থিংক ট্যাংকটি বলছে, ২০২৮ সালের মধ্যে জিসিসির বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে উন্নত অর্থনীতিকে ছাড়িয়ে যাবে এশিয়া। জিসিসির মোট বাণিজ্যে এশিয়ার হিস্যা থাকবে ৩৬ দশমিক ৪১ শতাংশ। বর্তমানে এশিয়ার হিস্যা যেখানে ৩০ দশমিক ৮৩ শতাংশ।এশিয়া হাউজের মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা ফ্রেডি নিভ বলেন, ‘‌উপসাগরীয় অঞ্চল ও এশিয়ার মধ্যে দ্রুত সম্প্রসারমাণ বাণিজ্য সম্পর্ক আন্তর্জাতিক বাণিজ্য, ব্যবসা ও রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে। জ্বালানি তেল ও তেলবহির্ভূত খাত ছাড়াও বিভিন্ন শিল্পে উভয় পক্ষের বিনিয়োগ বেড়েছে। এর মধ্যে রয়েছে নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তি খাত।’দ্রুত সম্প্রসারমাণ এশিয়ার বাজারকে লক্ষ্য করে এগোচ্ছে জিসিসিভুক্ত দেশগুলো। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, এশিয়ার প্রবৃদ্ধি হার বিশ্বের অন্যান্য অঞ্চলকে ছাড়িয়ে যাচ্ছে। সূত্র: বণিক বার্তা।

মুসলিম যুবকদের জ্বালিয়ে দেওয়া গোরক্ষকদের সমর্থনে হিন্দু সমাবেশ

ভারতের হরিয়ানাতে গত সপ্তাহে দুজন মুসলিম যুবককে গরু পাচারের অভিযোগে নৃশংসভাবে জ্বালিয়ে হত্যার পর মূল অভিযুক্তদের যাতে গ্রেপ্তার না-করা হয়, সেই হুঁশিয়ারি দিয়ে কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলো একের পর এক সমাবেশের আয়োজন করছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) হরিয়ানার মানেসরে এই ধরনের একটি সমাবেশের পর গতকাল বুধবারও (২২ ফেব্রুয়ারি) ওই রাজ্যের হাথিনে আর একটি ‘হিন্দু মহাপঞ্চায়েতে’র আয়োজন করেছিল বজরং দল, ভিএইচপি ও হিন্দু সেনার মতো নানা সংগঠন।দুটি সমাবেশ থেকেই মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্যে হিংসার ডাক দেওয়া হয়েছে এবং পাশের রাজ্য রাজস্থানের পুলিশ যাতে মুসলিম যুবকদের হত্যায় মূল অভিযুক্ত মোনু মানেসর ও তার সহযোগীদের আটক করার স্পর্ধা না-দেখায়, সে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেইনে স্মারক নোট উন্মোচন

রাশিয়ার আগ্রাসনের প্রথম বার্ষিকীতে যুদ্ধের স্মরণে নতুন স্মারক নোট উন্মোচন করেছে ইউক্রেইনের কেন্দ্রীয় ব্যাংক।
২০ রিভনিয়ার ওই নোটের একদিকে তিনজন সৈন্য ইউক্রেইনের জাতীয় পতাকা উঁচু করে ধরে আছেন, অন্যপাশে পিছমোড়া করে বাঁধা দুই হাত।পিছমোড়া করে বাঁধা ওই দুই হাতের মাধ্যমে কিইভ ইউক্রেইনে রুশ বাহিনীর যুদ্ধাপরাধের কথা বলতে চাইছে। যদিও মস্কো ওই অভিযোগ অস্বীকার করেছে।নতুন নোটের বিষয়ে ন্যাশনাল ব্যাংক অব ইউক্রেইন’র গভর্নর আন্দ্রিই পাইশনি বলেন, ‘‘যুদ্ধের প্রথম বার্ষিকী উপলক্ষে আমরা একটি স্মারক নোট চালু করার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে ছোট এক টুকরো কাগজে পুরো এক বছরের আবেগ, নিদর্শন, বিষয়বস্তু এবং আইকনিক জিনিসগুলিকে তুলে ধরা হয়েছে।” সূত্র: বিডি নিউজ