ঈদযাত্রা নিবির্ঘ্ন করতে ড্রোনে সড়ক পরিদর্শন করবে পুলিশ: আইজিপি
ঈদযাত্রা নিবির্ঘ্ন করতে এবং সড়কে যাত্রীদের ভোগান্তি নিরসনের লক্ষ্যে মোটরসাইকেল টিমসহ ড্রোনের মাধ্যমে মহাসড়ক পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ্ আল-মামুন।
শনিবার (২৪ জুন) দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড় এলাকায় ঈদযাত্রা উপলক্ষে সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


পুলিশ প্রধান বলেন, গতবার আমরা বলেছিলাম আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব, যেন সাধারণ মানুষ ঈদে ভোগান্তি ছাড়াই বাড়িতে যেতে পারেন। দেশের মানুষ বলেছে, আমাদের প্রচেষ্টা সফল হয়েছে। সেই লক্ষ্যে এবারও আমাদের সদস্যরা কাজ করেছেন। আমরা চেষ্টা করব দেশের মানুষ যাতে নিবির্ঘ্নে বাড়ি যেতে পারেন। সে লক্ষ্যে আমাদের পুলিশের সকল ইউনিট যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, গতবার আমাদের চ্যালেঞ্জ ছিল একটি, এবার আমাদের চ্যালেঞ্জ রয়েছে তিনটি। গতবার আমাদের একটি চ্যালেঞ্জ ছিল সুরক্ষিতভাবে যাত্রীদের বাড়িতে পাঠানো ও ফেরত আনা। এবারের তিনটি চ্যালেঞ্জ হলো—পশু হাটের নিরাপত্তা ও পশুবাহী ট্রাকের নিরাপত্তা নিশ্চিত করা। এ ছাড়া এইসময় যে মৌসুমি ফলবাহী পরিবহনের যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করা। আমরা সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছি।
পুলিশ প্রধান বলেন, আমরা গরুবাহী পরিবহনের জন্য একটি নির্দেশনা দিয়েছি। পরিবহন যে হাটে যাবে তারা যেন পরিবহনে সামনে ও পেছনে হাটের নামসহ ব্যানার দিয়ে দেন। এতে করে সড়কে কেউ গরুবাহী পরিবহন নিয়ে টানাহেঁচড়া করতে পারবে না। টানাহেঁচড়া করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ এই বিষয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় ঢাকা রেঞ্জের ডিআইজ সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জান, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ও ট্রাফিক উত্তর) আব্দুল্লাহিল কাফী ও অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।