নয়াপল্টনের নয় সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিএনপির জনসমাবেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

রাজধানীর নয়াপল্টনের পরিবর্তে আজ সোমবার (৩১ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে জনসমাবেশ কর্মসূচির জন্য বিএনপিকে অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৩০ জুলাই) বিএনপির পক্ষ থেকে ডিএমপি কমিশনারকে পাঠানো চিঠিতে জনসমাবেশ কর্মসূচির জন্য অনুমতি চাওয়া হয়। তবে এ কর্মসূচির জন্য অনুমতি দেয়নি ডিএমপি।

জানা যায় সমাবেশের বিষয়ে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ বলছে, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শনিবার (২৯ জুলাই) ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জনসমাবেশের ঘোষণা দেয় বিএনপি।

নয়াপল্টনে এই সমাবেশ হওয়ার কথা ছিল। পরে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করার কথা জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

প্রসঙ্গত, সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে জনসমাবেশ কর্মসূচির ডাক দিয়েছিলো জাতীয়তাবাদী দল বিএনপি। এদিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

Nagad