ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত ৪৫
ব্রাজিলের তিনটি রাজ্যে মাদক চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে রিও ডি জেনিরোতে পরিচালিত সবশেষ অভিযানে অন্তত ১০ জন মারা গেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ ও ‘রয়টার্স’র প্রতিবেদনে এই খরব জানানো হয়েছে।
বুধবার (০২ আগস্ট) দেশটির রিও ডি জেনেইরোর কমপ্লেক্সো দা পেনিয়া এলাকায় এক অভিযান চলাকালে পুলিশের গুলিতে ১০ জন নিহত হন।


পুলিশ জানিয়েছে, অভিযানে যাওয়ার পর সশস্ত্র আততায়ীরা তাদের আক্রমণ করে, দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে অপরাধীদলের ৯ সদস্য ও অপর একজন নিহত হন। এ সময় এক পুলিশ কর্মকর্তাও আহত হন।
এর আগে চলতি সপ্তাহে দেশটির সাউ পাওলো রাজ্যে ‘অপারেশন শিল্ড’ নামে পুলিশের পাঁচ দিনব্যাপী আরেক অভিযানে ১৬ জন নিহত হয়। আর দক্ষিণপূর্বাঞ্চলীয় বাহিয়া রাজ্যে গত শুক্রবার থেকে ১৯ সন্দেহভাজন নিহত হয়েছেনে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সাউ পাওলো রাজ্যে অভিযান চলাকালে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার উপকূলীয় শহর গুয়ারুজায় স্পেশাল ফোর্সের এক পুলিশ কর্মকর্তাকে হত্যার পর এই অভিযান শুরু করা হয়। ওই
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অভিযানে বিপুল সংখ্যক অস্ত্রের পাশাপাশি ৩৮৫ কেজি মাদকও জব্দ করেছে পুলিশ।
সারাদিন/০৩ আগস্ট/এমবি