আফগানদের ৮৯ রানে হারিয়ে সুপার ফোরে বাংলাদেশ
দুই কঠিন সমীকরণ মাথায় নিয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। চাপ নিয়ে নামলেও অবশেষে শেষের হাসিটা-বাংলাদেশই হেসেছে। আজ রোববার (৩ সেপ্টেম্বর) এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারাল বাংলাদেশ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হয়েছিল খেলা। টস জিতে প্রথমে ব্যাট করে ৩৩৪ রানের পুঁজি গড়ে টাইগাররা। জবাবে ৪৪.৩ ওভারে ২৪৫ রানে গুটিয়ে গেছে আফগানরা।


ম্যাচে প্রথমে শতকের দেখা পান মিরাজ। এরপর শান্ত। ৪০.৪ ওভারে নাইবের বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের ঘরে যান মিরাজ। এরপর ৪২.৪তম ওভারে ১০১ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি স্পর্শ করেন শান্ত। শতক ছোঁয়ার পর বেশিদূর গেল না তাদের ইনিংস। ১১২ রানে চোট পেয়ে মাঠ ছাড়েন মিরাজ। ১১৯ বলে ৭ বাউন্ডারি ও তিন ছক্কায় সাজান নিজের ইনিংস। অন্যদিকে ১০৫ বলে ১০৪ রানে রান আউটে কাটা পড়েন শান্ত। তিনি ইনিংস সাজান ৯ বাউন্ডারি ও দুটি ছক্কায়।
সেট দুই ব্যাটার ফিরলে বাকিটা টানেন সাকিব-মুশফিক। দুজনের ব্যাটে বাংলাদেশ পায় লড়াইয়ের পুঁজি। সাকিব করেন ১৮ বলে ৩২ রান। আর মুশফিক করেন ১৫ বলে ২৫ রান। ৬ বলে শামিম করেন ১১ রান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ৩৩৪/৫ (নাঈম ২৮, মিরাজ ১১২*, তাওহিদ ০, শান্ত ১০৪, মুশফিক ২৫, সাকিব ৩২*, শামিম ১১, আফিফ ৪*; ফারুকি ৬-১-৫৩-০, মুজিব ১০-০-৬২-১, নাইব ৮-০-৫৮-১, করিম ৬-০-৩৯-০,নবি ১০-০-৫০-০, রশিদ ১০-১-৬৬-০)।
আফগানিস্তান : ৪৪.৩ ওভারে ২৪৫/১০ (রহমানউল্লাহ ১, ইব্রাহিম ৭৫, রহমত ৩৩, শাহিদী ৫১, নাজিবুল্লাহ ১৭, নবি ৩, নাইব ১৫, রশিদ ২৪, করিম ১, মুজিব ৪, ফারুকি ১; শরিফুল ৯-১-৩৬-৩, তাসকিন ৮.৩-০-৪৪-৪, সাকিব ৮-০-৪৪-০, মিরাজ ৮-০-৪১-১, হাসান ৯-১-৬১-১, শামীম ১-০-১০-০, আফিফ ১-০-৬-০)।
ফল : ৮৯ রানে জয়ী বাংলাদেশ।