বাসের রেষারেষি, ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় নিহত ৪

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় চার পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার (১১ অক্টোবর) সকাল ৮টায় পোশাক কারখানার শ্রমিকদের বহন করা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা বাসটি ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। পথে চেলের ঘাটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় আরও ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। নিহতরা সবাই পোশাক শ্রমিক। কারণ ঘটনাস্থল থেকে বিভিন্ন পোশাক কারখানার আইডি কার্ড ও ভাতের বাটি এবং টিফিন বাটি পেয়েছি।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Nagad