আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

মধ্যপ্রাচ্য
পানি-বিদ্যুৎ নেই, খাবারের সংকট, চরম দুর্ভোগে অবরুদ্ধ গাজাবাসী
ইসরায়েলের লাগাতার হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মুহুর্মুহু হামলায় কেঁপে উঠছে পুরো গাজা। ধসে পড়ছে একের পর এক স্থাপনা। দেখা দিয়েছে চরম মানবিক সংকট।টানা পাঁচ দিন ধরে ইসরায়েলি বিমান হামলায় গাজায় অসংখ্য ভবন ধসে পড়েছে। দেখা দিয়েছে খাবারের চরম সংকট। অনেক জায়গায় নেই বিদ্যুৎ। সুপেয় পানির সংকটে ভুগছেন গাজাবাসী। অনেকে জীবন বাঁচাতে পরিবার নিয়ে নিরাপদ জায়গায় পালিয়েছেন। অনেকে আশ্রয়শিবিরে উঠেছেন। সেখানেও হামলা হচ্ছে।নাদিনে আবদুল লতিফের বয়স ১৩ বছর। পরিবারের সঙ্গে গাজার আল-রিমাল এলাকায় থাকে। নাদিনে বলে, ‘বিমান হামলা শুরুর পর থেকে প্রতিবেশী ও আত্মীয়স্বজন নিরাপদ জায়গায় যেতে বলছেন। এর মধ্যেই গত সোমবার ইসরায়েল জানায়, আমাদের এলাকায় হামলা চালানো হবে। এরপরও আমরা কোথাও যাইনি। কারণ, আমাদের যাওয়ার মতো নিরাপদ কোনো জায়গা নেই।’ সূত্র: প্রথম আলো

লাভরভ বললেন
জাতিসংঘ সনদই বিশ্ব ব্যবস্থার ভিত্তি হোক

জাতিসংঘের সনদকে নতুন বিশ্ব ব্যবস্থার ভিত্তি হিসেবে দেখতে চান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। গতকাল মঙ্গলবার তিনি পশ্চিমা বিশ্বের ‘নিয়মভিত্তিক ব্যবস্থার (রুলস-বেজড অর্ডার)’ নীতির পরিবর্তে নতুন বিশ্ব ব্যবস্থায় জাতিসংঘের সনদকে গ্রহণ করার কথা বলেন।সের্গেই লাভরভ গতকাল বলেছেন, ‘নতুন বিশ্ব ব্যবস্থা একটি শক্ত ভিত্তির ওপর থাকা দরকার, বিশেষ করে জাতিসংঘ সনদের নীতিরই এর ভিত্তি হওয়া উচিত। বিশ্বের বেশির ভাগ দেশ বহুমুখী পরিস্থিতিতে থাকতে চায়। তিনি বলেন, ‘নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার ভিত্তি হচ্ছে জাতিসংঘের সনদ এবং এটিই দৃঢ়। এখন মূল বিষয় হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে শুধু নির্ধারিত বিষয়ে পক্ষপাতিত্বপূর্ণ অবস্থানের কারণে যে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে তা প্রতিরোধ করা, বিষয়গুলো সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা এবং দেশগুলোর আন্ত যোগাযোগ প্রতিষ্ঠাই এখন মূল বিষয়।’ সূত্র: কালের কণ্ঠ

ইসরায়েলে ড্রোন হামলার হুমকি হুথির

ইসরায়েলে ড্রোন হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আফ্রিকার এ বিদ্রোহী গোষ্ঠী হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিনরা গাজা সংঘাতে হস্তক্ষেপ করলে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাবে। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে এ হুমকি দেয় হুথি বিদ্রোহীরা। খবর: রয়টার্স -রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি নেতা আবদেল মালেক আল হুথি মঙ্গলবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি গাজা সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করে তবে তারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিক্রিয়া জানাবে। একই সঙ্গে অন্যান্য সামরিক হামলার পরিকল্পনা করা হবে। সূত্র: সমকাল

ইউক্রেন যুদ্ধকৌশল হামাসের
ইসরাইলের রাডার ফাঁকিতে ক্ষুদ্রাকৃতির ড্রোন

Nagad

ইসরাইলে শনিবার আচমকা হামলা চালিয়েছে হামাস। হামলায় ছোট ও তুলনামূলক সস্তা ড্রোন ব্যবহার করে ইসরাইলের ধরাছোঁয়ার বাইরে থেকেছে সংগঠনের সদস্যরা। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর লাখ লাখ কোটি ডলার ব্যয়ে অত্যাধুনিক সমরাস্ত্র প্রযুক্তি ফাঁকি দিতেই এ ধরনের ড্রোনের ব্যবহার করা হয়েছে। হারেৎজ। ইসরাইলের জাতীয় দৈনিক হারেৎজের এক বিশ্লেষণে বলা হয়েছে, হামলায় ইসরাইলের তৈরি ‘স্কাইলার্ক’ ড্রোনের মতো অতি ক্ষুদ্রাকৃতির আকাশযান ব্যবহার করেছে হামাস। সীমানা টপকেছেন প্যারাসুটে মোটর (প্যারাগ্লাইডার) লাগিয়ে। আর এ কারণেই ইসরাইলের রাডার তাদের চিহ্নিত করতে পারেনি।ইসরাইলের তেল আবিবভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের (আইএনএনএস) একজন জ্যেষ্ঠ গবেষক লিরান আনতেবি বলেন, ‘এসব ড্রোনের প্রযুক্তি এত সহজ যে একটি শিশুও তা ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে পারবে।’ ইউক্রেন যুদ্ধে যা দেখা গেছে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতেও একই দৃশ্য দেখা যাবে বলে মন্তব্য করেন তিনি। সূত্র: যুগান্তর

গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৩৭ হাজার মানুষ
রক্তপাতের জন্য ইসরায়েল দায়ী: উত্তর কোরিয়া

ইসরায়েলের আক্রমণের হাত থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে গাজা ভূখণ্ডে জাতিসংঘের জরুরি আশ্রয়কেন্দ্রগুলোতে ১ লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষ অবস্থান নিয়েছে। ‘ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি’ (ইউএনআরডব্লিউএ) সোমবার জানায়, তাদের ৮৩টি স্কুলকে আশ্রয়কেন্দ্রে পরিণত করা হয়েছে। স্কুলগুলোর চেয়ার-টেবিল সরিয়ে বিছানা পাতা হয়েছে। মোট আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতার ৯০ শতাংশই পূর্ণ হয়ে গেছে। এদিকে গাজায় রক্তপাতের জন্য ইসরাইলকে দায়ী করেছে উত্তর কোরিয়া।গণমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের আশ্রয় নেওয়া জাতিসংঘের একটি স্কুল সরাসরি ইসরায়েলের হামলার শিকার হয়। এর বেশি কিছু জানায়নি ইউএনআরডব্লিউএ। ঐ আক্রমণের সময় স্কুলটিতে কতজন মানুষ ছিল, সেটিও জানা যায়নি। মুহুর্মুহু আক্রমণের মুখে বাধ্য হয়ে ১৪টি খাদ্যসামগ্রী বিতরণ কেন্দ্র বন্ধ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউএনআরডব্লিউএ লিখেছে। ফলে ৫ লাখ মানুষের খাদ্যসহায়তা পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। শনিবার ভোরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের আকস্মিক হামলায় স্তম্ভিত হয়ে যায় ইসরাইল। এরপর পালটা আক্রমণ শুরু করে ইসরাইলি বাহিনী। সূত্র; ইত্তেফাক

কাশ্মীর নিয়ে বক্তব্যের জন্য ৭ বছরের কারাদণ্ডের মুখে অরুন্ধতী রায়

কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার দাবি তোলায় বুকার পুরস্কার বিজয়ী ভারতের সাহিত্যিক অরুন্ধতী রায় ও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দিয়েছেন দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা। এই মামলায় অরুন্ধতী রায়ের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে। ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে তাদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এই মামলা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। ওই বছরই দিল্লিতে এক জনসভায় কাশ্মীর ইস্যুতে ‘উসকানিমূলক ভাষণ’ দেওয়ার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে।২০১০ সালে অরুন্ধতী রায় ও শেখ শওকত হোসেনের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশীল পণ্ডিত ও ‘রুটস ইন কাশ্মীর’ নামে কাশ্মীরি পণ্ডিতদের এক সংগঠন। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ, ১৫৩বি ও ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারার অধীনে এই ধরনের বিচারের জন্য রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন হয়। সূত্র আজকের পত্রিকা।

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, নিহত বেড়ে ২১০০

শনিবার থেকে শুরু হওয়া ফিলিস্তিনের গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের যুদ্ধ গড়িয়েছে পঞ্চম দিনে। চলমান এ যুদ্ধে এখন পর্যন্ত দুই পক্ষের ২১০০ মানুষ মারা গেছে। বুধবার এ খবর জানিয়েছে আল জাজিরা ও বিবিসি।যুদ্ধ পঞ্চম দিনে প্রবেশের পাশাপাশি নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০০ জনে, জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ২৬০ জন শিশু এবং ২৩০ জন মহিলা রয়েছে। এ ছাড়া অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত থাকায় ৪৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।এ ছাড়া ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে পশ্চিম তীরে মারা গেছে জন এবং ১৩০ জন আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১২০০ জনে।এদিকে মঙ্গলবার জাতিসংঘে ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর গাজা উপত্যকায় ইসরায়েলের বোমাবর্ষণ এবং সম্পূর্ণ অবরোধকে “গণহত্যার চেয়ে কম কিছু নয়” বলে মন্তব্য করেছেন।জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক চিঠিতে তিনি বলেন, “একটি ক্ষুধার্ত জাতিকে আত্মসমর্পণ করার জন্য বোমা মারা এক ধরনের নির্মম, অমানবিক। তাদের জাতীয় অস্তিত্বকে মুছে ফেলা গণহত্যার চেয়ে কম কিছু নয়।”রিয়াদ আরও বলেন, “এই কাজগুলি যুদ্ধাপরাধের শামিল”। সূত্র: দেশ রুপান্তর

ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে ভারতে ভিন্ন মত কেন?

ইসরায়েলের ওপরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ভারতের মানুষের মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাতে একপক্ষ সম্পূর্ণভাবে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছেন, আরেক পক্ষকে ফিলিস্তিনিদের অধিকারের আর লড়াইয়ের প্রশ্ন তুলছেন। বিশ্লেষকরা অবশ্য বলছেন এটা রাজনৈতিক সঙ্কীর্ণমনস্কতা।তবে তারা এটাও মনে করেন, হামাসের এই হামলা নিয়ে মতামতের যে মেরুকরণ হয়েছে, সেটাই স্বাভাবিক কারণ হামাস স্পষ্টভাবেই তাদের লড়াইটাকে ‘ইসলাম’-এর সংগ্রাম হিসাবে তুলে ধরে এসেছে দীর্ঘদিন ধরেই।তাই হিন্দুত্ববাদীরা যখন ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছেন, তখন মুসলিম রাজনৈতিক নেতারা ফিলিস্তিনিদের অধিকারের কথা বলছেন। সূত্র: বিবিসি বাংলা।

ইসরায়েলিদের এলাকা ছাড়ার সময় বেঁধে দিল ফিলিস্তিনিরা
ইসরায়েলের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর আসকলানে শক্তিশালী অভিযানের হুঁশিয়ারি দিয়েছে হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল-কাসিম। সংগঠনের মুখপাত্র আবু ওবেইদা টেলিগ্রামে এ হুঁশিয়ারি দেন। খবর টাইমস অব ইসরায়েল।বার্তায় মুখপাত্র বলেন, আসকলানের নাগরিকদের এলাকা ছাড়তে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হলো। স্থানীয় সময় বিকেল ৫টার মধ্যে তাদের এলাকা ছাড়তে হবে।টেলিগ্রামের এক বার্তায় বলা হয়েছে, ফিলিস্তিনিদের বাস্তচ্যুত করায় নতুন করে শক্তিশালী হামলা চালাতে যাচ্ছে আল কাসেম বিগ্রেড। অভিযান চালানোর আগে এসব লোকদের এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দিল তারা। সূত্র: কালবেলা।

আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প

প্রথম ভূমিকম্পের চারদিন পর হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার দ্বিতীয় আরেকটি ভূমিকম্পটি হয়েছে।আফগানিস্তানের যে অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল সেই হেরাত প্রদেশে একই মাত্রার দ্বিতীয় আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্পের চারদিন পর বুধবার স্থানীয় সময় ভোর প্রায় ৫টা ১০ মিনিটের দিকে ৬ দশমিক ৩ মাত্রার নতুন এই ভূমিকম্পটি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) । বিবিসি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হেরাত শহর থেকে ২৮ কিলোমিটার উত্তরে। নতুন ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও পরিষ্কার হয়নি। শনিবারের ভূমিকম্পে ঘরবাড়ি হারানো অনেকেই এ ভূমিকম্পের সময় খোলা জায়গায় ঘুমিয়ে ছিলেন।ভূমিকম্প দূর্গতরা কম্বল, খাবার ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাবে ভুগছেন।
এর আগে শনিবারের ভূমিকম্পটিও সকালে হয়েছিল। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল জিনদাজান জেলা হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার দূরে ইরান সীমান্তের কাছে। তখন মূল ভূমিকম্পের পর আরও কয়েকটি বড় ধরনের পরাঘাত হয়। সূত্র: বিডি নিউজ