বিএনপি নেতা এ্যানি গ্রেপ্তার, সাতদিনের রিমান্ডে চায় পুলিশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

ফাইল ছবি

বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে রাত ৩টার দিকে ধানমন্ডির বাসা থেকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলের সদস্যরা। পুলিশ বলছে, তার বিরুদ্ধে লক্ষ্মীপুর ও রাজধানীর ধানমন্ডিতে দুটি মামলায় ওয়ারেন্ট ছিল।

বুধবার (১১ অক্টোবর) সকালে দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বলেন, মঙ্গলবার রাত ৩টার দিকে দলের প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ধানমন্ডির বাসা থেকে পুলিশ থানায় নিয়ে যায়।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে সাতদিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় তাকে ঢাকা সিএমএম কোর্টে নিয়ে রিমান্ড চাওয়া হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, বিএনপি নেতা এ্যানির বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলা দুটির মধ্যে একটি ধানমন্ডি থানায় করা নাশকতা মামলা ও অপরটি লক্ষ্মীপুর জেলায় করা। এই দুই মামলায় তাকে গ্রেপ্তার ফতার করা হয়।