শরণার্থী শিবিরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ৫০

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০২৩

গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। জাবালিয়া শরণার্থী শিবিরকে লক্ষ্য করে চালানো এই হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) গাজার শরণার্থীশিবিরে চালানো এই হামলায় অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫০ জন। খবর বিবিসির।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতেও এ খবর জানিয়েছে। সংবাদ সংস্থা এএফপির ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ঘনবসতিপূর্ণ এই শরণার্থীশিবিরে বেশ কয়েকটি বাড়ি হামলায় ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই সে সময় হতাহতদের উদ্ধারের চেষ্টা করছিলেন।

ইসরায়েলের হামলার সময় শরণার্থীশিবিরে ছিলেন সেখানকার বাসিন্দা রাগেব আকাল। এই হামলাকে ‘ভূমিকম্পের মতো’ উল্লেখ করে তিনি বলেন, বিপুলসংখ্যক মানুষ হতাহত হয়েছেন। প্রতিদিন শত শত মৃত্যুর যে তথ্য সামনে আসছে, সেখানে কিছু বাড়িয়ে বলা হচ্ছে না।

অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গাজায় ‘জনস্বাস্থ্য দুর্যোগ’ নেমে আসা এখন সময়ের ব্যাপার মাত্র। ইউনিসেফ হুঁশিয়ারি দিয়ে বলেছে, গাজায় মোট চাহিদার মাত্র পাঁচ শতাংশ পানি সরবরাহ ব্যবস্থা রয়েছে। ইউনিসেফ আরও জানিয়েছে, পানিশূন্যতার কারণে শিশু মৃত্যুর ঘটনা উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

Nagad

মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ দিন ধরে চলা ইসরায়েলি হামলায় ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।